নয়াদিল্লি: ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর আমদাবাদের রোড শোয়ে ২২ কিমি রাস্তা বরাবর প্রায় ৭০ লক্ষ (৭ মিলিয়ন) লোক সমবেত হবেন বলে সম্প্রতি একটি ভিডিওতে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবে সংখ্যাটা অনেক কম হবে বলে জানাচ্ছেন প্রশাসনের কর্তারা। মার্কিন প্রেসিডেন্টের রোড শোয়ে হাজির থাকতে পারেন ২ লাখের কম মানুষ। আমদাবাদ শহরের মোট জনসংখ্যাই আনুমানিক ৭০ থেকে ৮০ লাখ।


আমদাবাদের পুর কমিশনার বিজয় নেহরাই জানিয়েছেন, মোটামুটি ১ থেকে ২ লাখের মধ্যে জনসমাগম হতে পারে বলে মনে হয়। গত ১৬ ফেব্রুয়ারি নিজে ট্যুইট করেও এই সংখ্যারই উল্লেখ করেছিলেন নেহরা। বলেছিলেন, মারুআমদাবাদ বলছে নমস্তে ট্রাম্প। ইন্ডিয়া রোড শো দিনদিন বহরে বাড়ছে। ইতিমধ্যেই ২২ কিমি রোড শোয়ে উপস্থিতি নিশ্চিত করেছেন লাখের বেশি লোক। দুনিয়ার সামনে ভারতীয় সংস্কৃতি তুলে ধরার বিরাট সুযোগ এসেছে আমদাবাদের সামনে।
ট্রাম্প সম্প্রতি বলেন, উনি (মোদি) বলেছেন, স্টেডিয়াম আর বিমানবন্দরের মধ্যে প্রায় ৭০ লক্ষ লোক আসতে পারে। সুতরাং ব্যাপারটা খুব আকর্ষণীয় হতে চলেছে। আশা করি সবাই খুব উপভোগ করবে।

গত ১০ দিন ধরে স্থানীয় বিজেপি নেতারা ট্রাম্পের অনুষ্ঠানে লোক নিয়ে আসার তোড়জোড় করছেন। তাঁরা এজন্য কর্মী, সমর্থকদের নামিয়েছেন। হাজার হাজার লোককে নিয়ে আসার জন্য প্রচুর গাড়ি ভাড়া করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট কোটি লোক মোতেরা স্টেডিয়ামে ভাষণ শুনতে আসবেন বলে দাবি করলেও বিজেপি নেতারাই জানিয়েছেন, কোটি নয়, সংখ্যাটা হতে পারে কয়েক লাখ। ২০১১-য় আমদাবাদের জনসংখ্যা ছিল ৫৫ লক্ষ।
বিজেপির বরোদা শাখার এক নেতা বলেছেন, আমদাবাদের সব কর্পোরেটর, গুজরাতের সব বিজেপি নেতাকে একটাই দায়িত্ব দেওয়া হয়েছে। রোড শো ম্যানেজ করা। স্টেডিয়ামের বাইরে ভিড় সামলানো।

দুই রাষ্ট্রনেতার রোড শোয়ের রুটম্যাপ অনুসারে প্রথমে আমদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা যাবেন মহাত্মা গাঁধীর স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রম। সেখান থেকে তাঁরা বিমানবন্দরের কাছে ইন্দিরা ব্রিজ হয়ে এসপি রিং রোড ধরে যাবেন মোতেরার নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে।
মুখ্যমন্ত্রী বিজয় রুপানি আগে ট্যুইট করে বলেন, ট্রাম্প যখন মোদির সঙ্গে ক্রিকেট স্টেডিয়ামে বিরাট সমাবেশে ভাষণ দেবেন, তখন ২৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে পুরানো গণতন্ত্রের সঙ্গে সবচেয়ে বড় গণতন্ত্রের মিলন হবে। আজ নিজের বাসভবনে
ট্রাম্পের সফরের প্রস্তুতি নিয়ে পর্যালাচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি।