ওয়াশিংটন: দেশের গোয়েন্দাদের রিপোর্টকে খারিজ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, উহানের গবেষণাগারে যে নোভেল করোনাভাইরাস তৈরি করা হয়েছে, তার প্রমাণ তিনি দেখেছেন। যদিও, নিজের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করতে রাজি হননি তিনি।
সম্প্রতি, মার্কিন গোয়েন্দা অধিকর্তার দফতর থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয় যে, চিনের গবেষণাগারে নোভেল করোনাভাইরাস তৈরি হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। মার্কিন গোয়েন্দা মহলের আরও জানিয়েছিল, কোভিড-১৬ ভাইরাস যে মানুষের তৈরি বা জেনেটিকালি তাতে বদল করা হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। কিন্তু, ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি নিজে তথ্যপ্রমাণ দেখেছি। আমি আপনাকে তা বলতে পারব না। সেই অনুমতি আমার নেই।
বিশ্বে করোনা প্রকোপ ছড়িয়ে পড়া ইস্তক, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের চোরাস্রোত বইছে। করোনাভাইরাসের সঠিক উৎস খুঁজে বের করতে, মার্কিন গোয়েন্দাদের ওপর চাপসৃষ্টি করেছেন খোদ ট্রাম্প ও তাঁর আধিকারিকরা। বিশ্বে একটি অপ্রমাণিত তত্ত্ব ঘোরাফেরা করছে যে, চিনের উহান শহরের গবষণাগারে তৈরি হয়েছে নোভেল করোনাভাইরাস। সেই তত্ত্বের প্রমাণ খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দাদের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।
বিতর্কের নিষ্পত্তি করতে মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তার দফতর থেকে সম্প্রতি বিবৃতি প্রকাশ করে বলা হয়, তারা দুটি সম্ভাবনা নিয়ে তদন্ত শুরু করেছিল। কিন্তু, উহানের গবেষণাগারের দুর্ঘটনায় থেকে তা ছড়িয়ে পড়ে না কি কোনও জন্তুর থেকে সংক্রমিত হয়েছে-- কোনও সম্ভাবনা নিয়েই যথাযথ প্রমাণ মেলেনি।
ট্রাম্পকে এই রিপোর্টের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওই রিপোর্ট দেখিনি। আপনি যদি এখনই গোয়েন্দা প্রধানের সাথে কথা বলেন, আপনি মাথার সাথে কথা বলুন। তারা বলেছিল যে আমাকে একটি ব্রিফিং দেওয়া হয়েছিল যখন আমি বলেছিলাম আমাকে দেওয়া হয়েছিল, তার আগে নয়। তারা আরও বলেছিল যে এটি সুনির্দিষ্ট নয়।
'করোনাভাইরাস তৈরি চিনা গবেষণাগারে',প্রমাণ দেখেছেন, দাবি ট্রাম্পের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 May 2020 02:55 PM (IST)
সম্প্রতি, মার্কিন গোয়েন্দা অধিকর্তার দফতর থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয় যে, চিনের গবেষণাগারে নোভেল করোনাভাইরাস তৈরি হয়েছে, এমন কোনও প্রমাণ নেই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -