ওয়াশিংটন: ফের সংঘাতে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প এবং টেসলাকর্তা। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে সংঘাত পৌঁছল চরমে। ইলন মাস্কের নয়া পার্টি গড়ার হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন, ইতিহাসে কোনও ব্যক্তি এমন নেই, যিনি ইলন মাস্কের থেকে বেশি সুযোগ-সুবিধা ভোগ করেছেন। 

ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভর্তুকির উপরেই টিকে রয়েছে মাস্কের সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হত। ট্রাম্প আরও পরামর্শ দিয়েছেন যে, টেসলার সিইওর নেতৃত্বে থাকা খরচ কমানোর বিভাগ, DOGE-এর উচিত মাস্কের সরকারি ভর্তুকি এবং চুক্তিগুলি একবার দেখে নেওয়া। 

ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, "আর কোন রকেট উৎক্ষেপণ, উপগ্রহ, বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নয়, এবং আমাদের দেশ অনেক কিছু সাশ্রয় করবে। সম্ভবত আমাদের DOGE কে একটু ভেবে দেখা উচিত, এটা দেখো? অনেক টাকা বাঁচাতে হবে!!" 

ট্রাম্প এবং মাস্কের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই উদ্বেগ যে বিলটি বৈদ্যুতিক যানবাহনের জন্য জনপ্রিয় $7,500 ভোক্তা কর ক্রেডিট বন্ধ করে দেবে। এর ফলে বৈদ্যুতিক যানবাহনের দাম আরও বেশি হবে। ট্রাম্প বলেছেন যে তিনি সর্বদা বৈদ্যুতিক যানবাহন (EV) ম্যান্ডেটের বিরোধিতা করেছেন, জো বাইডেনের আমলের একটি নীতি যা তিনি "হাস্যকর" এবং তার প্রচারণার একটি কেন্দ্রীয় অংশ বলে অভিহিত করেছেন।

মার্কিন রাষ্ট্রপতির কথায়, "ইলন মাস্ক রাষ্ট্রপতি পদে আমাকে এত জোরালোভাবে সমর্থন করার অনেক আগেই জানতেন যে আমি ইভি ম্যান্ডেটের তীব্র বিরোধী। এটা হাস্যকর, এবং সবসময় আমার প্রচারণার একটি প্রধান অংশ ছিল। বৈদ্যুতিক গাড়ি ঠিক আছে, কিন্তু সবাইকে একটি গাড়ি কিনতে বাধ্য করা উচিত নয়"।                                        

কিছুদিন আগে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেও পরে পিছু হটেছিলেন টেসলা কর্তা। মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় সরব হয়েছিলেন মাস্ক। নেপথ্যে ট্রাম্পের সেই ‘বিগ বিউটিফুল বিল’। সোশ্যাল মিডিয়ায় মাস্ক লিখেছেন, ‘মার্কিন সেনেটের বিলটি উন্মাদ এবং ধ্বংসাত্মক। আমাদের দেশের পক্ষে মারাত্মক ক্ষতি বয়ে আনবে। ভবিষ্যতের শিল্পকেও ধ্বংস করে দিতে চলেছে। লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের চাকরি চলে যাবে। রিপাবলিকান নেতৃত্বের উচিত বিলটির বিরোধিতা করা।’