ওয়াশিংটন: নোভেল করোনাভাইরাস সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই চিন-মার্কিন সম্পর্কে উত্তাপ ছড়িয়েছে। আমেরিকার দাবি, চিনের উহানের ল্যাবই কোভিড-১৯ ছড়ানোর উত্সস্থল। পাল্টা চিন আমেরিকার বিরুদ্ধে ভিত্তিহীন দাবি করার অভিযোগ তুলে সরব। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আবার গতকালই করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। তার মধ্যেই হংকং নিয়ে নতুন করে বিবাদে জড়াচ্ছে দুই শক্তিশালী দেশ। হংকঙে চিন জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দিতে চলেছে বলে অভিযোগ। চিনের এহেন প্রয়াস রুখে দিতে তিনি তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ব্যবস্থা গ্রহণের তোড়জোড় করছেন বলে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কি হংকং ইস্যুতে চিনের বিরুদ্ধে বিধিনিষেধ ঘোষণা করতে চলেছেন, প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে বলেন, কিছু না কিছু আমরা করতে যাচ্ছি। তা অত্যন্ত আকর্ষণীয় মনে হতে পারে আপনাদের, আমার ধারণা। কিন্তু আজ আমি আপনাদের এ নিয়ে কিছু বলব না। তবে চলতি সপ্তাহের শেষে কোনও ঘোষণা হয়ত শুনবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। তাঁকে প্রশ্ন করা হয়, হংকং নিয়ে তিনি কি চিনের ছাত্রছাত্রী ও গবেষকদের ভিসায় বিধিনিষেধ জারির কথা ভাবছেন?
তবে ওয়াশিংটনের তরফে কড়া পদক্ষেপের হুঁশিয়ারির মুখে হাত গুটিয়ে বসে না থাকার ইঙ্গিত দিচ্ছে চিনও। হংকঙে নিরাপত্তা সংক্রান্ত নয়া আইন প্রয়োগের পাল্টা বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় চিনও প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানিয়েছে সেদেশের বিদেশমন্ত্রক। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান তাঁর দেশের অবস্থান স্পষ্ট করেছেন।
চিনের পার্লামেন্টে শীঘ্রই একটি প্রস্তাবিত নিরাপত্তা সংক্রান্ত আইন ছাড়পত্র পেতে পারে যার ফলে হংকঙের পৃথক আইনি মর্যাদা হ্রাস পাবে। বর্তমানে মার্কিন আইনের আওতায় হংকং যে বিশেষ আর্থিক স্ট্যাটাস ভোগ করে, তাকে প্রশ্নের মুখে ফেলে দেবে এই আইন।
আবার বুধবারই হংকঙের পরিষদীয় কাউন্সিল একটি বিল দ্বিতীয়বার খতিয়ে দেখার প্রক্রিয়া শেষ করতে পারে যাতে চিনের জাতীয় সঙ্গীতের প্রতি অমর্যাদা বা অসম্মান প্রকাশ ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।
করোনাভাইরাস নিয়ে সংঘাতের মধ্যেই চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ট্রাম্প?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2020 03:55 PM (IST)
চিনের পার্লামেন্টে শীঘ্রই একটি প্রস্তাবিত নিরাপত্তা সংক্রান্ত আইন ছাড়পত্র পেতে পারে যার ফলে হংকঙের পৃথক আইনি মর্যাদা হ্রাস পাবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -