নয়াদিল্লি: হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটিতে পাস হল মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব । মার্কিন সংসদের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়েছে।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৩০টি। বিপক্ষে ১৯৭টি ভোট পড়েছে।
মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তখন ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট পার্টির জো বিডেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে জো বিডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে বলেন। তাঁর বিরুদ্ধে অপর অভিযোগ তিনি ইমপিচমেন্টের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
এর আগে মার্কিন ইতিহাসে অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিন্টনের পর ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হয়।
হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বর্তমানে ডেমোক্র্যাটরা সংখ্যাগুরু হলেও সেনেটে কিন্তু রিপাবলিকানরাই সংখ্যাই বেশি। ফলে হাউসে ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে ভোট গেলেও সেনেটে এসে ডেমোক্র্যাটদের বাধা পেতে হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
ট্রাম্প মিশিগান রওনা দেওয়ার আগে হাউসের স্পিকার তথা ডেমোক্র্যাটিক নেত্রী ন্যান্সি পেলোসিকে একটি ছ’পাতার চিঠি লেখেন। চিঠিতে তিনি হাউসের ডেমোক্র্যাট সদস্যদের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ করেছেন। চিঠিতে ইমপিচমেন্ট পদ্ধতিকেই তিনি ‘অভ্যুত্থানের চেষ্টা’ এবং ‘বিকৃত বিচার’ বলে উল্লেখ করেছেন।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটিতে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাস
Web Desk, ABP Ananda
Updated at:
19 Dec 2019 09:04 AM (IST)
হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৩০টি। বিপক্ষে ১৯৭টি ভোট পড়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -