নয়াদিল্লি:  বুধবারই শীর্ষ আদালত নির্ভয়া ধর্ষণ কাণ্ডে অপরাধী অক্ষয় কুমার সিংহের মৃত্যদণ্ড পুণর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে। বহাল রেখেছে মৃত্যুদণ্ড। এরই মধ্যে ওই মামলায় আরেক অপরাধী পবন কুমার গুপ্ত দিল্লি হাইকোর্টে তার সাজা ফের বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছে। আজ দিল্লি হাইকোর্টে ওই আবেদন শুনবেন বিচারপতি সুরেশ কুমার কাইত। আবেদনকারীর দাবি, ২০১২য় ওই ঘটনার সময় সে সাবালক ছিল না। ফলে তদন্তকারীরা তার অসিফিকেশন পরীক্ষাও করেননি। এর ভিত্তিতে তার মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করা হোক, আবেদন পবনের।
নির্ভয়া ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত পবন এখন তিহাড় জেলে বন্দি। ২০১২য় সে যে অপ্রাপ্তবয়স্কই ছিল, তা প্রমাণ করতে অসিফিকেশন টেস্ট করার আর্জি জানিয়েছে সে।
বুধবার ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ ও হত্যা-মামলায় চার দোষী সাব্যস্তের অন্যতম অক্ষয় সিংহ মৃত্যুদণ্ডের রিভিউ পিটিশনের আবেদন করে শীর্ষ আদালতে। অক্ষয়ের আইনজীবী বেঞ্চের কাছে মৃত্যুদণ্ড খারিজের আবেদন করে দাবি করেন, তাঁর মক্কেলকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। কিন্তু অক্ষয়ের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।
অন্যদিকে বুধবারই দিল্লি পাতিয়ালা হাউস কোর্টে আদালতে ফাঁসি কার্যকর করার নির্দেশ এগিয়ে আনার আবেদন জানান নির্ভয়ার পরিবার। ভিডিয়ো কনফারেন্সে হাজির ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধীও। কিন্তু পাতিয়ালা হাউস আদালত ওই আবেদনের শুনানি পিছিয়ে দেয় ৭ জানুয়ারি পর্যন্ত।