আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার হ্যাটট্রিক করলেন কুলদীপ। ২০১৭ সালের সেপ্টেম্বরে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ম্যাথু ওয়েড, অ্যাশটন আসগর ও প্যাট কামিন্সকে ফেরান কুলদীপ। এদিন তিনি ফেরান শাই হোপ, জেসন হোল্ডার ও আলজারি জোশেফকে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দু’বার হ্যাটট্রিকের নজির কুলদীপ যাদবের
Web Desk, ABP Ananda | 18 Dec 2019 09:57 PM (IST)
তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একের বেশি হ্যাটট্রিক করার নজির গড়লেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
বিশাখাপত্তনম: দু’বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার হ্যাটট্রিক করেছিলেন। বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ফের হ্যাটট্রিক করলেন ভারতের বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একের বেশি হ্যাটট্রিক করার নজির গড়লেন। https://www.bcci.tv/videos/141739/w-w-w-kuldeep-s-hat-trick-heroics-