ওয়াশিংটন: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লি ঘুরে গেলেন ট্রাম্প। তাঁর সপরিবার সফর শুরু হয়েছিল আমদাবাদ থেকে। তারপর আগ্রা হয়ে দিল্লি। সেদিন রাজধানীর পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ। যদিও মার্কিন প্রেসিডেন্টের সফরে কোনও অসুবিধের সৃষ্টি হয়নি।
ভারত সফরে তিনি যে বেশ খুশিই, তা দেশে গিয়ে খোলাখুলি ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন এক কথায় ‘অসাধারণ’।
এই সফরে গিয়ে মজবুত হয়েছে ভারত-মার্কিন সম্পর্ক, জানালেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হবে আমেরিকার।
দেশে ফিরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মোদি একজন অত্যন্ত ভদ্রলোক, বড় নেতা, অসাধারণ দেশ ভারত।’
ভারতের আতিথ্যে তিনি যে খুশি, সেকথাও বলেছেন তিনি। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে উন্নতির কথা বলে ট্রাম্প দাবি করেন, ‘ভারত এখন আমেরিকায় বিলিয়ন-বিলিয়ন ডলার পাঠাচ্ছে।’
ভারতকে ট্রাম্প যতই দরাজ সার্টিফিকেট দিন না কেন, তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী স্যান্ডারস দিল্লির হিংসা নিয়ে মন্তব্য করেছেন, ‘এটি নেতৃত্বের ব্যর্থতা’। ট্রাম্পের মন্তব্যের সম্পূর্ণ বিপরীতে হেঁটে তিনি ট্যুইট করেন,
‘ ‘২০০ মিলিয়নেরও বেশি মুসলিম ভারতকে নিজের দেশ বলে। মুসলিম বিরোধী হিংসায় ২৭ জন প্রাণ হারিয়েছেন, আহত প্রচুর। ট্রাম্প তা নিয়ে বললেন ‘এটা ভারতের ব্যাপার’। এটা মানবাধিকারের প্রেক্ষিতে নেতৃত্বের অসাফল্য।’’