বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। গত এক দশকে এমন ভূমিকম্প দেখেনি রাশিয়া। সারা বিশ্বে এমন মাত্রার ভূমিকম্প ঘটেনি ইদানীং কালে। প্রশান্ত মহাসাগরের নীচে ভয়ঙ্কর কম্পন। ভোর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া। আর তার জেরে সুনামির  আশঙ্কায় কাঁপছে প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা একাধিক দেশ। আমেরিকা থেকে  রাশিয়া উপকূল, জাপান থেকে হাওয়াই দ্বীপপুঞ্জ,চিন থেকে নিউজিল্যান্ড,  কাঁপছে আতঙ্কে । ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র। । ইতিমধ্যেই সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো, আমেরিকার আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও। জাপানের উপকূল লাগোয়া এলাকা থেকে ৯ লক্ষ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। সমুদ্রের গভীরে  বিরাট কম্পনের প্রভাব পড়তে চলেছে পৃথিবীর কোন কোন দেশে ?

কোথায় কোথায় জারি অ্যালার্ট? 

US tsunami warning system অনুসারে, তিন মিটারের থেকে বড় বড় ঢেউ দেখা যেতে পারে,  পালমিরা দ্বীপ, পেরু, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, ইকুয়েডর, রাশিয়া, উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ, চিলি, কোস্টারিকা, ফরাসি পলিনেশিয়ায়। এছাড়া আশঙ্কার প্রহর গুণছে হাওয়াই, জাপান, জার্ভিস দ্বীপ, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে দ্বীপ। সতর্ক করা হয়েছে নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, পানামা, পাপুয়া নিউ গিনিকেও। চিন, উত্তর কোরিয়া , মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া , ভিয়েতনামকেও অ্যালার্টের বাইরে রাখা হচ্ছে না।  

ভূমিকম্পের সময়ের ভিডিও

স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পের ধাক্কার পর কামচাটকা অঞ্চলের উপকূলে অস্থির পরিস্থিতি তৈরি হয়। সমুদ্রে দেখা যায় তিন থেকে চার মিটার উঁচু ঢেউ। সুনামির মতোই ভয়ঙ্কর সেই সব ঢেউ। উপকূলের আশেপাশে থাকা সবাইকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়। প্রশাসন বাসিন্দাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যেতে তৎপর হয়েছে।