নয়াদিল্লি : কয়েক ঘণ্টা আগে পরপর কম্পন ( Earthquake in Turkey )।  তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে ভয়াবহ হারে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই অন্তত ৫৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটা এখানেই থেমে থাকবে না বলেই আশঙ্কা । আহতের সংখ্যা আকাশচুম্বী। 


তুরস্কের বিধ্বস্ত শহরে ধসে পড়েছে একের পর এক বহুতল। আশঙ্কা করা হচ্ছে,  ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু মানুষ। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi )ইতিমধ্যেই ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বার্তা দিয়েছেন, "ভারত তুরস্কের জনগণের সঙ্গে রয়েছে। এই বিপর্যয় মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ভারত" জানিয়েছেন প্রধানমন্ত্রী।


রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.৮ । ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিরিয়ার সীমান্ত থেকে প্রায় ৯০  কিলোমিটার দূরে গাজিয়ানটেপ শহরের উত্তরে । এই অঞ্চলেই সিরিয়ার গৃহযুদ্ধের লক্ষ লক্ষ শরণার্থী বাস করে। ভূমিকম্পটি কায়রো পর্যন্ত অনুভূত হয়েছিল।


 






সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের ( Turkey ) গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর ( Nurdagi city in the Gaziantep province )। একবার নয়, একটি ভূকম্পের পর আবার। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। তুরস্ক লাগোয়া সিরিয়ার ( Syria ) একাংশেও বহু বাড়ি ভেঙে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ( Turkish President Recep Tayyip Erdogan ) বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় "তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে"। তিনি টুইটারে লিখেছেন, "আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব এবং কম ক্ষতির মুখোমুখি হব"। মন্ত্রী (Interior Minister ) সুলেমান সোয়লু ( Suleyman Soylu ) এখনই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতেগুলিতে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। অ্যাসোসিয়েটেড প্রেস AP জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের একটি প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানী গাজিয়ানটেপ থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে।