ইয়াঙ্গন: সেনা অভ্যুত্থানের ঘটনায় ফুঁসছে মায়ানমার। আগেই মোবাইল পরিষেবা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার বন্ধ করে দেওয়া হল ট্যুইটার ব্যবহারও। সু চি সহ সব রাজনৈতিক নেতাদের বন্দী করার পর এই সিদ্ধান্ত নিয়েছে সেনা বাহিনী। এই ঘটনার নিন্দা করেছে ট্যুইটার কর্তৃপক্ষ।
ট্যুইটারের তরফে এক মুখপাত্র বলেন, এই জন সাধারণের কথোপকথনের অধিকার এবং তাঁদের কথা বলার অধিকারকে ক্ষুন্ন করে। আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হব। দেশের অন্যতম টেলিকম সংস্থা টেলিনর জানিয়েছে, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশিকা আসবে ততদিন বন্ধ থাকবে এই পরিষেবা।
সম্প্রতি মায়ানমারে নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উত্খাত করে ক্ষমতা দখল করে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। গত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের প্রেসিডেন্ট ইউ উইন সমিন্ট, স্টেট কাউন্সেলগত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের প্রেসিডেন্ট ইউ উইন সমিন্ট, স্টেট র দও আং সান সু চি-কে আটক করে। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে বিরুদ্ধে ওঠা ভোট জালিয়াতির অভিযোগের মুখে শাসক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষস্তরের নেতাদেরও আটক করা হয়।
মায়ানমার টাইমস-এর খবর, সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাঁরা ‘স্টপ বায়িং জুন্টা বিজনেস’ কর্মসূচি নিয়েছেন অর্থাত্ সামরিক শাসকদের ব্যবসাজাত পণ্য কেনা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছেন। সাধারণ জনগণ সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত পণ্য ও পরিষেবা বয়কটের ডাক দিয়েছেন। সামরিক বাহিনী মায়ানমারে তাতমাদও বলেও পরিচিত। তাদের সঙ্গে খাদ্যদ্রব্য ও মদ-পানীয় জাতীয় সামগ্রী, বিনোদন ইন্ডাস্ট্রি, ইন্টারনেট পরিষেবা দেওয়া কোম্পানি, ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, তেল কোম্পানি, পাইকারি ও খুচরো ব্যবসা করা সংস্থার সম্পর্ক আছে। সেগুলিই বয়কটের ডাক উঠেছে।
মায়ানমারে ট্যুইটার বন্ধ করল সেনা, নিন্দায় সরব কর্তৃপক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 09:38 AM (IST)
ট্যুইটারের তরফে এক মুখপাত্র বলেন, এই জন সাধারণের কথোপকথনের অধিকার এবং তাঁদের কথা বলার অধিকারকে ক্ষুন্ন করে। আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হব। দেশের অন্যতম টেলিকম সংস্থা টেলিনর জানিয়েছে, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -