ইসলামাবাদ: পাকিস্তানে বোমা বিস্ফোরণের (Pakistan bomb blast) ফলে মৃত্যু হল দুই শিশু সহ তিনজনের। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বিস্ফোরণের ফলে জখম হয়েছে দুই পুলিশকর্মী সহ আরও ১৩ জন। 


পাকিস্তানের সংবাদসংস্থা ডন-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি হয়েছে পাকিস্তানের বালোচিস্তানে পিসহীন জেলায়।


আরও পড়ুন: Israel Attacks Lebanon Hezbollah: ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোম লক্ষ্য করে হামলা হেজবোল্লার


ওই প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সুরখাব চকের প্রধান বাজারের কাছে। কয়েকদিন ধরেই খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানের বিভিন্ন চেকপোস্ট ও পুলিশ আধিকারিকদের ওপর বারবার যে হামলার ঘটনা ঘটে চলেছে এটা তার মধ্যে লেটেস্ট ঘটনায


প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানে তেহেরিক-ই-তালিবান পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে সরকারের সঙ্গে থাকা ২০২২ সালের সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে ফেলে তারা। তারপর থেকেই একাধিক বার পাকিস্তানি সেনা ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ওপর এক নাগাড়ে হামলা চালিয়ে আসছে ওই নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন।


সম্প্রতি ঘটে যাওয়া এই হামলা প্রসঙ্গে পিসহীন সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপার ওয়াকিল সেরানি জানান, আজকের বিস্ফোরণে দুই শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১৪ জন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের কোয়েট্টা ট্রমা সেন্টারের পাঠানো হলে সেখানে আরও একজন মহিলার মৃত্যু হয়। 


জখম থাকা ১৩ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দু-জনের সামান্য আঘাত লেগেছে। আর বাকি তিনজনের চিকিৎসা এখনও চলছে। অন্যদিকে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 


এপ্রসঙ্গে পিসহীন সিটি স্টেশন হাউস অফিসার মুজিবুর রেহমান জানান, জখম দুই পুলিশ অফিসারের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 


তদন্ত শুরু করেছেন কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট ও বম্ব ডিসপোজাল বাহিনীর সদস্যরা। প্রাথমিক ভাবে জানা গেছে বিস্ফোরকটি একটি মোটর বাইকে রাখা ছিল।


 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Israel Attacks Lebanon Hezbollah: ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোম লক্ষ্য করে হামলা হেজবোল্লার