লন্ডন: নাচের ক্লাস চলাকালীন আচমকা আততায়ীর ছুরি নিয়ে হামলা চালানোর ফলে মৃত্যু হল দুই শিশুর। জখম হয়েছেন আরও ৯ জন। যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডে (Liverpool Knife Attack)।
মেরিসাইড পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর লিভারপুলের সাউথ পোর্ট এলাকার একটি নাচের ক্লাসে। এপ্রসঙ্গে ওই পুলিশ স্টেশনের হেড কনস্টেবল সেরেনা কেনেডি জানান, জখমদের মধ্যে দুজন সাবালক সহ ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আততায়ী যখন শিশুদের ওপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছিল তখন তাদের বাঁচাতে গিয়ে ওখানে থাকা বড়রা জখম হয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আততায়ী হাঁটতে হাঁটতে এসে নাচের ক্লাসে ঢুকে আচমকা ছুরি নিয়ে সেখানে থাকা শিশুদের ওপর হামলা চালাতে থাকে। পরে জরুরি পরিষেবার দফতরে ফোন যায় যে শহরে বড় একটি ঘটনা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ নাচের ক্লাসে গিয়ে ঘটনাস্থল থেকে ১৭ বছরের একটি কিশোরকে গ্রেফতার করেছে। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত আততায়ীর এভাবে হামলার কারণ জানা যায়নি। তবে এর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে একজন ব্যবসায়ী পুরো ঘটনাটিকে ভয়ের সিনেমার সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান, ছুরির হামলার খবর শুনে শিশুদের মায়েরা এসে ঘটনাস্থলের পরিস্থিতি দেখে কাঁদছেন। পুরো বিষয়টি ভয়ের সিনেমার একটা দৃশ্যের মতো লাগছে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।