শ্রীনগর: বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে ফের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় গোলাগুলি চালাল পাকিস্তান। পাক বাহিনীর গোলাগুলির শিকার হয়ে নিহত হলেন ২ জওয়ান। মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকেরও। আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুপওয়ারার টাংঘর সেক্টরে। পাক গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। গত সপ্তাহেও বারামুল্লা ও রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় বিনা প্ররোচনায় সংঘর্ষচুক্তিভঙ্গ করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান। সেই ঘটনাতেও, ২ সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। জম্মু ও কাশ্মীর থেকে কেন্দ্র ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। গত ৫ অগাস্ট ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পর কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পেয়েছে। পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। এরপর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করেছে পাকিস্তান। একইসঙ্গে, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে গোলাগুলি উত্তরোত্তর বাড়িয়ে চলেছে ইসলামাবাদ। এই নিয়ে পাক প্রশাসনের কাছে কড়া অভিযোগ দায়ের করেছে নয়াদিল্লি। বিশেষ করে, যেভাবে, ভারতীয় নাগরিক ও জনবসতি লক্ষ্য করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান, তার তীব্র নিন্দা করেছে ভারত। গত সপ্তাহে, নর্দার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ বলেন, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পর থেকেই জম্মু ও কাশ্মীরে লাগাতার জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য সীমান্তে গোলাগুলির মাধ্যমে জঙ্গিদের ‘কভার’ দিচ্ছে পাক সেনা বলেও জানায় সেনা। এই প্রেক্ষিতেই ভারতীয় সেনা জানিয়েছে, গত জুলাই থেকে সেপ্টম্বর মাস পর্যন্ত যথাক্রমে ২৯৬, ৩০৭ ও ২৯২ বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে পাকিস্তান। সেপ্টেম্বরে ৬১ ‘ক্যালিবার এস্কালেসন’ মর্টার ও ভারী অস্ত্রের ব্যবহার করা হয়েছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এবছর পাকিস্তান ২ হাজারের বেশি বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে, যাতে ২১ জন মারা গিয়েছেন।