রঞ্জিৎ সাউ, নিউটাউন: দীর্ঘ ১০ বছর ধরে তালাবন্ধ ঘরে আটকে থাকার পর মঙ্গলবার মুক্তি পেলেন দুই ভাই। বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনার কথা শোনা গেলেও এবার স্মার্ট সিটি নিউটাউনে (Newtown) নজরে পড়ল এমন চিত্র।
নিউটাউন গৌরাঙ্গ নগরের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতি নির্মল মণ্ডল ও নমিতা মণ্ডলের দুই ছেলে শ্রীপদ মণ্ডল ও সুজিত মণ্ডল। তাঁরা দীর্ঘ দশ বছর ধরে ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় ছিলেন। মঙ্গলবার তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরিবারের দাবি, কুড়ি বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন দুই ভাই। মাঝে তাঁদের বিয়েও দেওয়া হয়। কিন্তু, কয়েক বছরের মধ্যে তাঁদের বউরা ছেড়ে চলে যান। তারপর থেকেই ওই দুই ভাই আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের রাস্তায় ছেড়ে দিলে এলাকার লোকদের মারধর করতেন। পরিবারের পক্ষ থেকে তাঁদের চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু, শ্রীপদ ও সুজিত আরও উগ্র হয়ে ওঠেন। অবশেষে কিছু বুঝতে না পেরে তাঁদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অবস্থাতে তাঁদের চিকিৎসাও চলতে থাকে।
বৃদ্ধ বাবা-মায়ের আক্ষেপ, তাঁরা আর দুই ছেলের চিকিৎসার খরচ বহন করতে পারছেন না। মা লোকের বাড়ি কাজ করে কোনও রকমে সবাইকার খাবার ব্যবস্থা করে যাচ্ছেন। কোনও উপায় না থাকায় দুই ছেলেকে দুটি ঘরে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছেন। গ্রিলের দরজার তলা থেকে তাঁদের খাবার দেওয়া হয়। তবে ঘরের মধ্যে না আছে পাখা, না আছে লাইট। সেগুলো লাগালে দুই ভাই ভেঙে দেন। তাই ভয়ে কেউ দরজার তালাও খুলতে যান না। এই কারণে প্রশাসন ও সরকারি সাহায্যের আশায় বসেছিলেন বৃদ্ধ দম্পতি। যদি তাঁদের পাশে দাঁড়িয়ে কেউ চিকিৎসার ব্যবস্থা করে দেন তাহলে খুবই উপকৃত হন বলেও জানান।
এদিকে মঙ্গলবার এই ঘটনার খবর পেয়েই দুই ভাইয়ের চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও স্থানীয় পঞ্চায়েত প্রধান রীতা গাইন। তাঁদের তৎপরতায় লাইফ রিভিউশান ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা দুই ভাইকে চিকিৎসার জন্য নিয়ে যান কৈখালির চিড়িয়া মোড়ের রিহাব সেন্টারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।