কংগ্রেসের পাল্টা বক্তব্য জানা যায়নি। একটি শীর্ষ খবরের চ্যানেলের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী গতকালের ঘটনার পর একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা হামলার সঙ্গে যুব কংগ্রেসকর্মীরা যুক্ত বলে তাঁকে বলেছেন। যদিও যুব কংগ্রেস এ নিয়ে কিছু বলেনি, পুলিশও অর্ণবের বক্তব্যের সমর্থনে কিছু জানায়নি। সম্প্রতি মহারাষ্ট্রের পালঘরে গণপিটুনিতে সাধু হত্যার ঘটনায় টিভি বিতর্কে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী সম্পর্কে কিছু মন্তব্যের জেরে কংগ্রেসের কঠোর নিন্দা, প্রতিবাদের মুখে পড়েন অর্ণব। কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিন্দা করেন তাঁর, কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা মন্তব্য করেন, এটা অত্যন্ত লজ্জার যে, প্রধানমন্ত্রী, বিজেপির চোখে এই জাতীয় সংবাদ পরিবেশকরাই মহান! অর্ণব গোস্বামীর ওপর ‘হামলা’, ২ মোটরসাইকেল আরোহী গ্রেফতার, ‘দুঃখজনক’ বলে কংগ্রেসকে নিশানা বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2020 06:33 PM (IST)
শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও নিন্দা করেছেন নামী সাংবাদিকের ওপর হামলার। যে কোনও সাংবাদিকের ওপরই এমন হামলার ঘটনা নিন্দনীয়, গণতন্ত্রের পরিপন্থী বলে জানিয়ে দোষীদের আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
নয়াদিল্লি: অর্ণব গোস্বামীর ওপর হামলার অভিযোগ। মুম্বইয়ে গতকাল গভীর রাতে এই প্রথম সারির সাংবাদিক স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, সেসময় দুজন মোটরসাইকেল আরোহী হামলাকারী তাঁর গাড়িতে হামলা করে, গাড়ির জানালার কাচ ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। দুজনকেই পুলিশ গ্রেফতার করেছে। খবরটা ছড়াতেই কেন্দ্রের শাসক দল বিজেপি অর্ণবের ওপর হামলার অভিযোগে কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। বিজেপি সভাপতি জে পি নড্ডা ট্যুইট করেছেন, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পর অর্ণব গোস্বামীর ওপর আক্রমণের ঘটনা দুঃখজনক। মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে বলে একজন সাংবাদিকের প্রকাশ্যে হেনস্থা দেখে কষ্ট হচ্ছে। কংগ্রেস প্রমাণ করছে, তারাই সেই দল যারা দেশে জরুরি অবস্থা কায়েম করেছিল এবং নিজেদের স্বাধীন মতপ্রকাশ দমনের মহান ঐতিহ্য বজায় রেখেছে। শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও নিন্দা করেছেন নামী সাংবাদিকের ওপর হামলার। যে কোনও সাংবাদিকের ওপরই এমন হামলার ঘটনা নিন্দনীয়, গণতন্ত্রের পরিপন্থী বলে জানিয়ে দোষীদের আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।