লকডাউনের জেরে সব খেলা বন্ধ। ধবনের মতোই তাঁর সতীর্থরাও বাড়িতে বন্দি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটা কেউই বলতে পারছেন না। এই লকডাউনের সময় পশু-পাখিদের খাবার ও জল দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন ধবন। ভিডিওতে দেখুন, বাড়িতে ছেলের সঙ্গে ‘কোয়ারেন্টিন প্রিমিয়ার লিগ’ খেলছেন ধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2020 04:11 PM (IST)
লকডাউনের জেরে সব খেলা বন্ধ। ধবনের মতোই তাঁর সতীর্থরাও বাড়িতে বন্দি।
নয়াদিল্লি: লকডাউনে বাড়িতে বন্দি। বাইরে যাওয়ার উপায় নেই। এই পরিস্থিতিতে সময় কাটানোর জন্য ছেলে জোরাবরের সঙ্গে ‘কোয়ারেন্টিন প্রিমিয়ার লিগ’ খেলছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা শিখর ধবন। তিনি সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে খেলার ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জোরাবর বোলিং করছে এবং ধবন ব্যাটিং করছেন।