বিয়ের বাজেটে কাটছাঁট, ওড়িশার এই দুই নবদম্পতি সাহায্য করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2020 11:05 AM (IST)
রীতি মেনে শুধু বাবা মায়ের উপস্থিতিতে ৫ তারিখ তাঁরা বিয়ে করেছেন। আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী কাউকে ডাকেননি, খাওয়াদাওয়ারও কোনও ব্যবস্থা ছিল না।
কটক: করোনার জেরে অন্যান্য শিল্পের মতই সঙ্কটে বিবাহ সংক্রান্ত সব ব্যবসা। বেশিরভাগ ভাবী স্বামী স্ত্রী বিয়ের দিন পিছিয়ে দিচ্ছেন, যাঁরা লকডাউনের মধ্যেই বিয়ে সারছেন, তাঁরাও তা করছেন নিতান্তই নমো নমো করে। কিন্তু এমন মানুষও আছেন, যাঁরা অন্য পথে হাঁটছেন। বিয়ের অনুষ্ঠানের খরচ কমিয়ে এগিয়ে আসছেন হাত বাড়াচ্ছেন দুর্গতদের সাহায্যে। ওড়িশার জগৎসিংপুরের জ্যোতিরঞ্জন সোয়াইন এবং রোজালিনের কথা ধরা যাক। বিয়ের খরচ কাটছাঁট করে তাঁরা সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের করোনা ত্রাণ তহবিলে। একই কাজ করেছেন কটকের আশিস রঞ্জন সোয়াইন এবং বৈশালী। বিয়ের খরচ কমিয়ে টাকা দিয়েছেন করোনা ত্রাণ তহবিলে। জ্যোতি ও রোজালিন দিয়েছেন ১০,০০০ টাকা। আশিস-বৈশালী দিয়েছেন ৪০,০০০। জ্যোতি জানিয়েছেন, তাঁরা বুঝতে পারছিলেন না, বিয়েটা বাতিল করতে হবে কিনা। সবাই চায়, বিরাট ধুমধাম করে বিয়ে হোক কিন্তু তাঁরা চেয়েছিলেন সাধাসিধেভাবে অনুষ্ঠান সারতে। রীতি মেনে শুধু বাবা মায়ের উপস্থিতিতে ৫ তারিখ তাঁরা বিয়ে করেছেন। আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী কাউকে ডাকেননি, খাওয়াদাওয়ারও কোনও ব্যবস্থা ছিল না। স্থানীয় পুলিশ অফিসার ও বিডিওকে ডেকে তাঁদের হাতে তাঁরা ত্রাণ তহবিলের জন্য ১০,০০০ টাকার চেক তুলে দেন।