আবির দত্ত, চেন্নাই: ঘূর্ণিঝড় মিগজাউমে (Michaung Cyclone) প্রভাবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। তামিলনাড়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারতীয় বায়ু সেনা।
ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু তামিলনাড়ুর কোয়েম্বাটুর অঞ্চলে ভেঙে পড়েছে ব্রিজ। বিপজ্জনকভাবে জলে ভাসছে বিদ্য়ুতের তার। বিচ্ছিন্ন পারিকুপম-কোয়েম্বাটুর যোগাযোগ। দুই রাজ্য়ে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্য়ু হয়েছে। ত্রাণ পৌঁছে দিতে তৎপর ভারতীয় বায়ু সেনা। এর জন্য় দুটি চিতা হেলিকপ্টার নামানো হয়েছে। ইতিমধ্য়েই চেন্নাইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ তামিলনাড়ুর মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে অভিযান শুরু হবে। তামিলনাড়ু সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় বায়ু সেনার তরফে।
রীতিমতো ভয়ের ছবি দুই রাজ্যেই। আতঙ্কের ছাপ স্পষ্ট চোখেমুখে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তছনছ তামিলনাড়ু। জলের তলায় ঘর-বাড়ি থেকে মেডিক্য়াল কলেজ। ভেঙে গিয়েছে একাধিক ঘর। জলে ভাসছে গবাদি পশুর দেহ। খেলনার মতো ভাসছে গাড়ি। কোয়েম্বাটুর ভেঙে পড়েছে ব্রিজ। ভেঙে পড়েছে বিদ্য়ুতের খুঁটি। বিপজ্জনকভাবে জলে ভাসছে বিদ্য়ুতের তার।
এদিকে ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। এর প্রভাবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্ত হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।