কলকাতা: ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC Clerkship Recruitment 2023)। পরীক্ষায় বসায় যোগ্যতার মাপকাঠির নিরিখে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আগামী ৮ ডিসেম্বর থেকে করা যাবে আবেদন। আবেদনের শেষ দিন ২৯ ডিসেম্বর। সচিবালয়, জেলা অফিস, আঞ্চলিক অফিসে ক্লার্ক পদে কাজ করতে পারেন।         

  


গুরুত্বপূর্ণ তারিখ:



  • অনলাইনে আবেদন শুরু: ৮ ডিসেম্বর

  • অনলাইনে আবেদনের শেষ দিন: ২৯ ডিসেম্বর (বেলা ৩টে পর্যন্ত)

  • ফি জমা দেওয়ার শেষ দিন: ৩০ ডিসেম্বর


শিক্ষাগত যোগ্যতা:



  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে।

  • বেসিক কম্পিউটার জানতে হবে।

  • প্রতি মিনিটে ২০ শব্দ ইংরেজি এবং ১০ শব্দ বাংলা টাইপ করতে পারার দক্ষতা থাকতে হবে।


বয়সের মাপকাঠি:


ন্যূনতম ১৮ বছর হলে আবেদন করা যাবে। তবে ৪০ ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন না। মনে রাখতে হবে ১৯৮৩ সালে ২ জানুয়ারির আগে জন্ম হলে আবেদন করা যাবে না। পাশাপাশি ২০০৫ সালের ১ জানুয়ারি পর জন্ম হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।


কীভাবে আবেদন?



  • পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in. – যেতে হবে

  • ‘Current Applications’ অপশনে ক্লিক করতে হবে।

  • এরপর সংশ্লিষ্ট পদে আবেদনের বিজ্ঞপ্তি আসবে।

  • অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।

  • অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম পূরণ করতে হবে।

  • যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেভাবে ছবি আপলোড করে সই করতে হবে।

  • রেজিস্ট্রেশন ফি দিয়ে সাবমিট করতে হবে।


কীভাবে নিয়োগ?


৩ দফায় হবে এই নিয়োগ। প্রথম দফায় থাকবে অবজেক্টিভ প্রশ্ন। দ্বিতীয় দফায় হবে লিখিত পরীক্ষা। দু’দফায় উত্তীর্ণ হওয়ার পর টাইপিং টেস্ট। কম্পিউটার সম্পর্কে তাঁদের প্রাথমিক জ্ঞান এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা মূল্যায়ন করা যাবে।


অ্যাপ্লিকেশন ফি কত?


সাধারণ ক্যাটেগরির ক্ষেত্রে আবেদন ফি ১১০টাকা। তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের আবেদন মূল্য দিতে হবে না।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  




 



আরও পড়ুন: Success Story: দেহে কঠিন ব্যাধি, অসংখ্য সার্জারি! IAS হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন বস্তিতে শৈশব কাটানো উম্মুল


Education Loan Information:

Calculate Education Loan EMI