শ্রীনগর: ফের জম্মু কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টার। ভারতীয় সেনার গুলিতে খতম দুই জঙ্গি।
গোপন সূত্রে খবর পেয়ে শোপিয়ানের জনপোরা এলাকায় সুগান গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা।
গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
এদিকে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল এলাকায় বিজেপি কর্মীর ওপর হামলাকারী জঙ্গিরও মৃত্যু হয়েছে এদিন।
গতকাল ওই হামলায় বিজেপি কর্মীর নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। পাল্টা গুলিতে গুরুতর জখম হয় জঙ্গিও। এদিন সে মারা যায়।