স্বৈরাচারী, আপত্তিজনক এবং সংবেদনশীল !! ইউকো ব্যাঙ্কের এক কর্মকর্তার অধস্তনদের সঙ্গে ব্যবহারের নমুনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধিক্কার জানাচ্ছে নেটিজেনরা। ইউকো ব্যাঙ্কের এক কর্মচারীই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন কিছুদিন আছে। আর এখন সেই পোস্ট হু হু করে ভাইরাল। চেন্নাই জোনাল প্রধানের বিরুদ্ধে তোলা তাঁর অভিযোগ ব্যাঙ্কিং দুনিয়ায় ঢি ঢি ফেলে দিয়েছে। কর্মক্ষেত্রের সংস্কৃতি ওই ঊর্ধ্বতন কীভাবে নষ্ট করছেন, তা তিনি কয়েকটি উদাহরণের মাধ্যমে সামনে এনেছেন।
ব্যাংকের ম্যানেজমেন্টকে তিনি ওই ঊর্ধ্বতনের ব্যবহার সম্পর্কে অভিযোগ করেছেন। ইমেলে, অভিযোগকারী আরএস অজিতকে নিয়ে তিনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। বলেছেন এই বস, কাজের জায়গায় "ভয় ও নিপীড়নের" পরিবেশ তৈরি করছেন। কর্মীদের সঙ্গে তিনি পেশাদারের মতো নয়, চাকর-বাকরের মতো আচরণ করেন।
ওই কর্মকর্তার কর্মীদের ছুটি দেওয়ার পক্ষপাতীই নন। পারিবারিক সঙ্কটের সময়ও তিনি কুৎসিত ভাষায় ছুটিপ্রার্থীদের অপমান করেন। যেমন, কারও মা মারা যাওয়ার পর ছুটি চাইতে গেলে তিনি বলেছেন,সবাই মা মারা যায়...বেশি নাটক করো না তো!
আবার এক কর্মচারীর মেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ছুটি চাইলে তিনি অপমান করে বলেন, তুমি ওখানে থেকে কী করবে, তুমি কি ডাক্তার, অফিসে এসো না হলে বেতন-ছাড়া ছুটি নাও।
আরেকজন কর্মীর স্ত্রী হাসপাতালে ভর্তি হতে তিনি ছুটি চান। তাতে বসের উত্তর, এমনিতেও তুমি অপদার্থ! তারপরতাঁর ছুটির আবেদনটি অবমাননাকর মন্তব্য করে খারিজ করে দেওয়া হয়।
নেটিজেনরা কমেন্ট সেকশনে লেখেন, এটা বর্বর আচরণ। একদম একনায়কতন্ত্র! কেউ আবার সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং অর্থ মন্ত্রকের নজরে এনেছেন। ইউকো ব্যাংক বা তাদের চেন্নাই জোনাল অফিস কেউই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।