Noise Headphone: নয়েজ মাস্টার বাডস ম্যাক্স লঞ্চ হয়েছে ভারতে। এই ওভার দ্য ইয়ার ডিজাইনের হেডফোনে রয়েছে Bose - এর সাউন্ড সাপোর্ট। এছাড়াও ইউজাররা পাবেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সুবিধা। আপাতত ভারতে তিনটি রঙে কেনা যাবে নয়েজ সংস্থার নতুন হেডফোন। অনলাইনে কিনতে পারবেন নয়েজ সংস্থার অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। অফলাইনে পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং বিজয় সেলস- এইসব রিটেল আউটলেট থেকে।
ভারতে নয়েজ মাস্টার বাডস ম্যাক্স হেডফোনের দাম কত
নয়েজ মাস্টার বাডস ম্যাক্স হেডফোনের দাম ১১,৯৯৯ টাকা। তবে নয়েজ সংস্থার ওয়েবসাইটে এই ওভার দ্য ইয়ার হেডফোনের দাম ৯৯৯৯ টাকা ধার্য হয়েছে। Onyx, Titanium, Silver - এই তিন রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন হেডফোন। Gonoise.com, Amazon, Reliance Digital, Croma, Vijay Sales - এইসব জায়গা থেকে কেনা যাবে নয়েজ মাস্টার বাডস ম্যাক্স হেডফোন।
নয়েজ মাস্টার বাডস ম্যাস্ক হেডফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ৪০ ডেসিবেল পর্যন্ত কাজ করবে এমন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাপোর্ট অর্থাৎ ANC সাপোর্ট রয়েছে এই হেডফোনে। তার ফলে আশপাশের আওয়াজ থাকলেও আপনার হেডফোনে কিছু শুনতে কোনও অসুবিধা হবে না। স্পষ্ট শব্দ পাবেন আপনি।
- নয়েজের এই ওভার দ্য ইয়ার হেডফোনে রয়েছে ৫টি মাইক্রোফোনের সেটআপ। এর সাহায্যে ইউজাররা ভয়েস কল করতে পারবেন। এছাড়াও করা যাবে অডিও রেকর্ডিং। ১০ মিটার রেঞ্জ পর্যন্ত ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে।
- এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাপোর্টও রয়েছে এই হেডফোনে। এর ফলে হেডফোন যদি আপনার ফোনে কানেক্ট করা থাকে এবং সেই সময় ফোন আসে, তাহলে অনায়াসেই আপনি কথা বলতে পারবেন। আশপাশের আওয়াজে কোনও অসুবিধা হবে না আপনার। ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাবে এই ফিচার।
- অ্যান্ডড়য়েড এবং আইওএস, দু'ধনের ডিভাইসেই সাবলীল ভাবে কাজ করবে এই হেডফোন। ডুয়াল ডিভাইস পেয়ারিং এবং অটো পেয়ারিং ফিচার রয়েছে এই হেডফোনে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসের এই ইয়ারফোন কানেক্ট হতে পারে। আর একবার কানেক্ট করে নিলে পরের বার থেকে আপনাআপনি কানেক্ট হবে।
- মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই হেডফোন চালু থাকবে প্রায় ১০ ঘণ্টা। USB Type-C পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৬০ মিনিটে।