খাস কলকাতায় ব্যাঙ্কের ভল্ট কেটে লুঠের চেষ্টা! 'সর্ষের মধ্যেই ভূত'?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2020 03:07 PM (IST)
ব্যাঙ্ক ম্যানেজার জানান, সকালে এসে তিনি দেখতে পান, ভল্ট কাটার চেষ্টা করা হয়েছে।
কলকাতা: দিনেদুপুরে নয়, সকলের অনুপস্থিতিতে ব্যাঙ্কের ভল্ট ভেঙে টাকা লুঠের চেষ্টা খাস কলকাতার বুকে। নিউ মার্কেট এলাকায় ইউকো ব্যাঙ্কের ভল্ট কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা। ব্যাঙ্ক ম্যানেজার জানান, সকালে এসে তিনি দেখতে পান, ভল্ট কাটার চেষ্টা করা হয়েছে। একটি জানলাও কাটার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন ব্যাঙ্ক ম্যানেজার। কেটে দেওয়া হয় সিসিটিভির তারও। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গেট ভাঙার কোনও চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনায় ব্যাঙ্কের ভিতরের কেউ যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে দেখা হচ্ছে, নিরাপত্তাব্যবস্থাই বা কেমন ছিল? ধারাল কোনও অস্ত্র দিয়েই কাটার চেষ্টা করা হয় ভল্ট, জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। টাকা বা কোনও মূল্যবান সামগ্রী খোয়া গিয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।