কলকাতা: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনা বিধি মানতে পারলে ১ জুলাই থেকেই ফের চালু হতে পারে কলকাতায় মেট্রো চলাচল। কিন্তু তাই নিয়ে আপাতত ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট দূরত্ববিধি মানতে গেলে য়ত আসন, তত যাত্রী মেনেই চালাতে হবে মেট্রো। কিন্তু সেই ফর্মুলায় সমস্যা আসতে পারে।
‘দূরত্ব-বিধি মেনে মেট্রো চালানো সম্ভব নয়’, স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, এই বিষয়ে রাজ্য সরকারকে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেন মেট্রো রেলের ৩ আধিকারিক। মেট্রো চলবে কিনা, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলমন্ত্রক, জানানো হয়েছে রাজ্য় সরকারের তরফে।
১ জুলাই থেকে পরিষেবা? দূরত্ব-বিধি মেনে চালানো সম্ভব নয়, স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে দিল মেট্রো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2020 12:44 PM (IST)
সূত্রের খবর, এই বিষয়ে রাজ্য সরকারকে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেন মেট্রো রেলের ৩ আধিকারিক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -