মুম্বই: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রামায়ণ, ভগবান রাম এবং রামমন্দিরকে সামনে রেখে বিজেপি ভোটবাক্স ভরতে চাইছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। বিজেপি-র এককালের শরিক, উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (UBT)-ও সেই নিয়ে ধারাল আক্রমণ শানিয়েছে। (Ram Mandir Inauguration)


শনিবার অযোধ্যায় মোদির সফর ঘিরে যখন তুঙ্গে তৎপরতা, সেই সময় সংবাদমাধ্যমে মুখ খোলেন দলের নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে সামনে রেখে বিজেপি রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি-র তরফে ভগবান রামকে বিজেপি নিজেদের প্রার্থী ঘোষণাও করে দিতে পারেন বলে কটাক্ষ ছুড়ে দেন তিনি।


এদিন সংবাদমাধ্যমে সঞ্জয় বলেন, "ভগবান রামের নামে বিস্তর রাজনীতি হচ্ছে। এই মুহূর্তে শুধু একটি জিনিসই বাকি রয়েছে, বিজেপি ঘোষণা করে দিতে পারে যে, ভগবান রাম লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হতে চলেছেন।" অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে সেই বালাসাহেব ঠাকরের সময় থেকেই গলা চড়িয়ে আসছে শিবসেনা। কিন্তু তাঁর ছেলে উদ্ধব নেতৃত্বে আসার পর বিজেপি-র সঙ্গে দূরত্ব  তৈরি হয়েছে দলের। এমনকি বিদ্রোহী একনাথ শিন্ডে বিজেপি-র সঙ্গে হাত মেলালে দু'টুকরো হয়ে যায় শিবসেনাও।


আরও পড়ুন: আদি কবির জাত নির্ধারণে গড়া হয় সরকারি কমিটিও, বাল্মীকির রামায়ণের রয়েছে একাধিক সংস্করণ


তাই এই মুহূর্তে অযোধ্যায় রামমন্দিরেরর উদ্বোধন ঘিরে বিজেপি-র একচ্ছত্র আধিপত্য দেখা গেলেও, উদ্ধব শিবির গুটিয়েই রয়েছে। তাহলে কি উদ্ধব অযোধ্যায় যাবেন না? প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেন, "উদ্ধব ঠাকরে অবশ্যই যাবেন, তবে বিজেপি-র সবকিছু মিটলে তবেই। বিজেপি-র অনুষ্ঠানে কেন যাবেন কেউ? এটা কোনও জাতীয় অনুষ্ঠান নয়। রামমন্দির উদ্বোধনের আগে বিজেপি একের পর এক সভা করে চলেছে, নিজেদের প্রচার করছে। কিন্তু তার মধ্যে পবিত্রতা কোথায়?"


সঞ্জয়ের দাবি, বিজেপি নিজেদের প্রচারে কোনও খামতি রাখে না। দলের সকলকে কাজে লাগিয়ে দেয়। রামমন্দিরকে ঘিরেও দেশ জুড়ে তেমনই প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই বিজেপি-র তরফে এই বাড়তি তৎপরতা বলেও দাবি করেন তিনি। সঞ্জয়ের বক্তব্য, "বিজেপি গোটা দেশকে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মণিপুরের হিংসা ভুলিয়ে দিতে যায়। এই মন্দিরের জন্য রক্ত ঝরিয়েছিলেন শিবসেনা কর্মীরা। করসেবায় শামিল ছিলেন হাজার হাজার শিবসৈনিক। বালাসাহেব ঠাকরে নিজে কর্মীদের নিয়ে অযোধ্যা গিয়েছিলেন।" রামমন্দির আন্দোলনকে বালাসাহেব রাস্তা দেখিয়েছিলেন বলেও দাবি করেন সঞ্জয়।