আগামী বছরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা JEE(Main) Exam এর দিনঘোষণা হল। একই সঙ্গে দিনক্ষণ জানিয়ে দেওয়া হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET(UG) (National Entrance cum Eligibility Test) এরও । Common University Entrance Test (CUET) এর দিনক্ষণও ঘোষিত হল। 



  • JEE অর্থাৎ Joint Entrance Examination সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবেশিকা পরীক্ষার সেশন ১ অনুষ্ঠিত হবে ( JEE(Main) Exam- 2024 session 1)  আগামী বছর ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া JEE(Main) Exam- 2024 এর সেশন ২ হবে ২০২৪ সালে ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে। সূত্রের খবর, জেইই মেইন ২০২৪ রেজিস্ট্রেশন এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা জেইই মেইন এর অফিসিয়াল ওয়েবসাইট  jeemain.nta.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। 

  • পরীক্ষার দুটি সেশন হবে, একটি জানুয়ারিতে এবং আরেকটি এপ্রিলে।

  • এছাড়া মেডিক্যাল পড়ার জন্য সর্বভারতীয় স্তরে যে  NEET(UG) পরীক্ষা হয়, ২০২৪ সালে তা অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। 

  • এছাড়া সর্বভারতীয় স্তরে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি,  ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা (doctorate, Postgraduate, Undergraduate, Integrated Postgraduate, Diploma, Certification courses and Research Programmes)  Common University Entrance Test (CUET) হবে ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত।   

  • UGC-NET এর  সেশন ১ হবে ১০ জুন ও ২১ জুন। 


এই পরীক্ষাগুলি গ্রহণ করে National Testing Agency (NTA) । এনটিএ-র তরফে জানানো হয়েছে যে, প্রতিটি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিস্তারিত  বিবরণ সংশ্লিষ্ট পরীক্ষার  বুলেটিনের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। এই বুলেটিনগুলি সংশ্লিষ্ট পরীক্ষার জন্য নিবন্ধন ফর্ম  বা রেজিস্ট্রেশন প্রকাশের সময় প্রকাশ করা হবে। “সব CBT পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। NEET (UG) 2024-এর জন্য, ফলাফল ২০২৪ সালের জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে" জানানো হয়েছে National Testing Agency সূত্রে।