নয়াদিল্লি: পরীক্ষা নিয়ে ভুয়ো খবরের অভিযোগ। বিবৃতি জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গতকাল, মঙ্গলবার ওই বিবৃতি জারি করে কর্তৃপক্ষ। যেখানে তারা উল্লেখ করেছে, ইউজিসি-র পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন নিয়ে ভুল খবর সম্প্রচারিত হচ্ছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ugc.nic.in –এ এই সংক্রান্ত নোটিশ আপলোড করেছে কর্তৃপক্ষ।


জানা গিয়েছে, কিছু সংবাদপত্র এবং ডিজিটাল সংবাদমাধ্যম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে। যেখানে কমিশনের নাম উল্লেখ করে বলা হয়েছে ৬ মে ইউজিসি নির্দেশ দিয়েছে মে মাসে অফলাইন পরীক্ষা নিতে পারবে না বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। কমিশন বলছে, এই ধরনের খবর বিভিন্ন সংবাদপত্র প্রকাশ এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। কিন্তু এরকম কোনও বিজ্ঞপ্তি ইউজিসি জারি করেনি। এই খবর একেবারেই ভুয়ো।


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, শিক্ষা মন্ত্রক, ইউজিসি-র নিয়ম মেনে অফলাইন পরীক্ষা নেওয়া যেতে পারে। না হলে অনলাইন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে ইউজিসি।


উল্লেখ্য, দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে একাধিক রাজ্য সরকার ইতিমধ্যে বোর্ড পরীক্ষা বাতিল করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয় দু সপ্তাহ পিছিয়ে দিয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষা। কর্তৃপক্ষ জানিয়েছে, কবে পরীক্ষা তা জানিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।


তার আগে দেশজুড়ে সাম্প্রতিক করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড তথা সিবিএসই এ বছরের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করল। দ্বাদশের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বোর্ড। পাশাপাশি সংক্রমণের জেরে দশম শ্রেণির সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করে আইসিএসই। 


এদিকে, ভারতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস। দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যাও।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।  দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮।