নয়াদিল্লি: ২ কোটির বেশি মৃত মানুষের আধার নম্বর নিষ্ক্রিয় হল। আধার কর্তৃপক্ষ UIDAI-এর তরফে এমনই পরিসংখ্যান পেশ করা হল। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ SIR চলাকালীনই ২ কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তারা। বলা হয়েছে, দেশ জুড়ে 'স্বচ্ছতা' অভিযান চালাতে, আধার তথ্যভাণ্ডারকে নির্ভুল রাখতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে মৃত মানুষ সম্পর্কে তথ্য পেয়েছে UIDAI. কেউ মারা গেলে তাঁর আধার নম্বর অন্যকে দেওয়া হয় না বলেও জানানো হয়েছে স্পষ্ট ভাবে। (UIDAI Aadhaar Deactivation)

Continues below advertisement

কেন্দ্র জানিয়েছে, কেউ মারা গেলে, তাঁর আধার নম্বর নিষ্ক্রিয় করা আবশ্যক। এতে জালিয়াতি আটকানো যাবেে, অন্যের আধার নম্বর ব্যবহার করে জনকল্যাণমূলক প্রকল্পের বেআইনি ব্যবহারও বন্ধ হবে। পরিবারের কেউ মারা গেলে যাতে তাঁর আধার নম্বর নিষ্ক্রিয় করার আবেদন জানানো হয়, নাগরিকদের সেই অনুরোধ করেছেন  UIDAI কর্তৃপক্ষ। myAadhaar Portal-এ গিয়ে এই কাজ করা যাবে। মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র জমা দিতে হবে সেখানে। (UIDAI News)
 
মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করতে চলতি বছরের গোড়াতেই এই পরিষেবা চালু করে UIDAI. myAadhaar Portal-এ 'death of a family member' পরিষেবা প্রদান হয়। দেশের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই পরিষেবা রয়েছে। প্রশাসনের কাছ থেকে পাওয়া মৃত্যুর শংসাপত্র নিয়ে সেই তথ্য জমা দিতে হয়, যাতে তাঁর আধার নম্বরটি নিষ্ক্রিয় করে দিতে পারে সরকার।
 
আধার কার্ডে একটি ১২ সংখ্যার বিশেষ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকে, যা প্রত্যেক নাগরিকের জন্য পৃথক হয়। আধার কার্ডে ওই নম্বর ছাড়াও নাগরিকের বায়োমেট্রিক তথ্য, ছবি, ঠিকানা থাকে। ডিজিটাল যুগে সব ক্ষেত্রে আধারের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু এই আধার নিয়ে ভূরি ভূরি জালিয়াতির খবরও সামনে আসছে। অন্যের আধার-তথ্য হাতিয়ে লোক ঠকানো, প্রতারণা এবং বেআইনি ভাবে জনকল্যাণমূক পরিষেবাগুলি থেকে সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে বহু। সেই সব রুখতেই এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামল UIDAI.
 
পরিবারের কারও মৃত্যু হলে, তাঁর আধার নম্বর কী ভাবে নিষ্ক্রিয় করবেন, তা জেনে নিন-
  • প্রথমে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সংগ্রহ করুন।
  • এর পর myAadhaar Portal-এ যেতে হবে। 
  • আধার নম্বর দিয়ে প্রথমে মোবাইলে OTP নিতে হবে। সেই OTP দিয়ে লগইন করুন এর পর। 
  • Report Death of a Family Member অপশনটি বেছে নিন। 
  • সেখানে মৃত ব্যক্তির তথ্য ভরুন। আধার নম্বর, ডেথ রেজিস্ট্রেশন নম্বর, এলাকার তথ্য লিখতে হবে।
  • ডেথ সার্টিফিকেটটি আপলোড করতে হবে এর পর।
  • সব শূন্যস্থান পূরণ করে, তথ্য একবার যাচাই করে নিয়ে রিকোয়েস্ট সাবমিট করে দিন। 
  • UIDAI সেই অনুরোধ খতিয়ে দেখবে, খতিয়ে দেখবে যাবতীয় তথ্য। সেই মতো মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
 

 

Continues below advertisement