কলকাতা : নিত্যপ্রয়োজনীয় আধার পরিষেবায় প্রয়োজনীয় আপডেট ও মোবাইল উপযোগী আপডেট পেতে UIDAI-এর উদ্যোগ mAadhaar App, এতো সকলেরই জানা। এবার আধার কার্ড কর্তৃপক্ষের তরফে জানানো হল,  mAadhaar App-এর একদম সাম্প্রতিক আপডেটের মাধ্যমে মিলবে নানাবিধ সুবিধাও। #mAadhaar-এর তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে আধারকার্ডের অনলাইন নানা সুবিধা পাবেন গ্রাহকরা। ব্যবহারকারীদের  #mAadhaar অ্যাপের আপডেট ইনস্টল করে নেওয়ার পরামর্শ দিয়েছে UIDAI। একইসঙ্গে পূর্ববর্তী ভার্সনগুলি আন-ইনস্টল করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ব্যবহারকারীদের। 


কী কী সুবিধা #mAadhaar-অ্যাপে



  • UIDAI-এর বক্তব্য, আধার কার্ড সংক্রান্ত সমস্তরকম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা মিটবে mAadhaar App-এর ব্যবহারেও।

  • আধার রিপ্রিন্টের পরিষেবা পাওয়া যাবে।

  • আধার কার্ড হারিয়ে গেলে বা কোনওভাবে খোওয়া গেলে নতুন কার্ড তৈরিতে সাহায্য করবে এই অ্যাপ। 

  • 'View/Show Aadhaar' পরিষেবার জন্য mAadhaar app-কে আইডি প্রুফ হিসেবে ব্যবহার করা যাবে।

  • ডকুমেন্ট সহ অথবা ছাড়াই ঠিকানা বদল করা যাবে এই অ্যাপের সাহায্যে।

  • কোনও ব্যবহারকারী নিজের পাঁচ পরিবারের সদস্যের আধার কার্ডের তথ্যাদি আপডেট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।  

  • mAadhaar app ব্যবহারকারী কোনও নথি ছাড়াই ই-কেওয়াইসি অথবা QR code শেয়ার করতে  পারবেন।

  • mAadhaar app-এর সাহায্যে প্রয়োজনে আধার কার্ড লক করা যেতে পারে।  

  • অফলাইনে মিলতে পারে আধার এসএমএসের সুবিধাও। 

  • তথ্যাদি আপডেটের বিস্তারিত তথ্য মিলবে এই অ্যাপ থেকে। 


এছাড়াও অনলাইনে আধার কার্ডের এনরোলমেন্ট নম্বর পেতে সাহায্য করবে এই অ্যাপ। নথিভুক্ত মোবাইলের মাধ্য়মে অনলাইন আধার নিখরচায় পেতে পারেন গ্রাহকরা। 


 






একইসঙ্গে ট্যুইট করে #mAadhaar app-এর জন্য চার ডিজিটের পাসওয়ার্ড সেট করার পরামর্শ দিয়েছে UIDAI। আধার লক, আনলক, বায়োমেট্রিক লক, আনলক,  VID তৈরি, ই কেওয়াই সি ইত্যাদি পরিষেবার জন্য এই পাসওয়ার্ড লাগবে।