কলকাতা: সেঞ্চুরি পার করার লক্ষ্যে পেট্রোলের দাম। ৯০ ছুঁইছুঁই ডিজেল। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৩ পয়সা বাড়ল। ফলে পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৬ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।
গতকালের পর এদিনও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৬.১২ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৮৬.৯৮ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ১০২.০৩ টাকা। ডিজেলের দাম ৯৪.৩৯ টাকা।
রাজস্থানের ভারত-পাক সীমানা সংলগ্ন শ্রী গঙ্গানগরে ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০০.০৫ টাকা।


পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।এই ইস্যুতে ভারসাম্য রক্ষার পরামর্শ দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর বক্তব্য, সবসময় এটা বলা হয় যে, পেট্রোল-ডিজেলের মৃল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু করুক।  কিন্তু আমাদের ভারস্যমাও রক্ষা করতে হবে।  সরকারের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমি আশা করি, যাঁদের এই দায়িত্ব, তাঁরা ভারসাম্য রক্ষা করবেন। 


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ছয়টায় সংশোধন করা হয়। সকাল ছয়টা থেকে নতুন দাম কার্যকর হয়। পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটির মতো কিছু ট্যাক্স ও ডিলারের কমিশন যুক্ত হয়। এসব যুক্ত করার পর দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এসএমএসের মাধ্যমেও পেট্রোল ও ডিজেলের মূল্য জানা যায়। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, আরএসপি ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস পাঠাতে হয়। মনে রাখতে হবে যে, প্রত্যেক শহরের কোড ভিন্ন। সেই কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়।