নয়াদিল্লি: ২১ ডিসেম্বর ব্রিটেন থেকে দিল্লি ফেরার পর দিল্লি বিমানবন্দরে বাধ্যতামূলক নোভেল করেনাভাইরাস সংক্রমণ পরীক্ষার ফল পজিটিভ বেরতেই উধাও হয়ে গিয়েছিলেন এক মহিলা যাত্রী। খোঁজ খোঁজ রব ওঠে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি রেল স্টেশনে স্বাস্থ্যকর্মীরা তাঁকে দেখতে পান। সঙ্গে ছিল তাঁর শিশুসন্তান। দুজনকেই জেলা হাসপাতালে পাঠান তাঁরা।
মহিলা করোনা পজিটিভ হলেও উপসর্গহীন, জেলা হাসপাতালে ভালই আছেন। তাঁর ছেলে তাঁর সঙ্গে রাজামুন্দ্রি গিয়েছিল বলে তার আজ কোভিড পরীক্ষা করা হবে। ওরা এখানে পৌঁছতেই আমরা ওদের হেফাজতে নিয়ে রাজামুন্দ্রি জেলা হাসপাতালের স্পেশাল ওয়ার্ডে পাঠিয়ে দিই। এ কথা জানিয়েছেন রাজামুন্দ্রির স্বাস্থ্য সংক্রান্ত জেলা কোঅর্ডিনেটর ডঃ টি রমেশ কিশোর।
কিন্তু কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হলেও কেন ওই মহিলা ট্রেনে চেপে রাজামুন্দ্রি চলে গেলেন, জানতে চাওয়া হলে ডঃ কিশোর বলেন, আমরা ঠিক মধ্যরাতের পর ওঁদের খুঁজে পাই। এখনও প্রশ্ন করে ওঠা হয়নি কেন তিনি কোয়ারান্টিনে গেলেন না।
মা, ছেলের ট্রেনে চাপার খবর দিল্লি থেকে জেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তার ভিত্তিকেই দুজনের হদিশ মেলে। দিল্লি বিমানবন্দরে মহিলা কোভিড-১৯ পরীক্ষা করা হলে ফল পজিটিভ বেরয়। তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়, তিনি করোনাভাইরাসের নতুন স্ট্রেনে সংক্রমিত হয়েছেন কিনা, জানার জন্য। দিল্লি থেকে ট্রেনে রাজামুন্দ্রি পৌঁছতে লাগে ২৭ ঘণ্টা। রাজামুন্দ্রির আরবান পুলিশ সুপার সেমুশি বাজপাই ফোনে বলেন, উনি আইসোলেশন ওয়ার্ডে আছেন। কেন তিনি দিল্লি ছাড়লেন, আমি নিশ্চিত নই। আমরা সব খতিয়ে দেখব।
গত মঙ্গলবার ব্রিটেন থেকে আসা বিমান দিল্লি বিমানবন্দরের মাটি স্পর্শ করার পর যে পাঁচজন কোভিড-পজিটিভ যাত্রী নিখোঁজ হয়ে যান, তাঁদের অন্যতম এই মহিলা। তিনজনকে মঙ্গলবার রাতে খুঁজে পাওয়া যায়, রাজধানীরই লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়। একজন লুধিয়ানা চলে যান, তাঁকেও বুধবার খুঁজে বের করে দিল্লি ফিরিয়ে আনা হয়।
UK Corona Mutation Strain: ব্রিটেন ফেরত করোনা পজিটিভ মহিলা দিল্লি বিমানবন্দর থেকে উধাও, খোঁজ মিলল রাজামুন্দ্রিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Dec 2020 06:28 PM (IST)
মহিলা করোনা পজিটিভ হলেও উপসর্গহীন, জেলা হাসপাতালে ভালই আছেন। তাঁর ছেলে তাঁর সঙ্গে রাজামুন্দ্রি গিয়েছিল বলে তার আজ কোভিড পরীক্ষা করা হবে। ওরা এখানে পৌঁছতেই আমরা ওদের হেফাজতে নিয়ে রাজামুন্দ্রি জেলা হাসপাতালের স্পেশাল ওয়ার্ডে পাঠিয়ে দিই। এ কথা জানিয়েছেন রাজামুন্দ্রির স্বাস্থ্য সংক্রান্ত জেলা কোঅর্ডিনেটর ডঃ টি রমেশ কিশোর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -