লন্ডন: ইংল্যান্ডের অ্যালডি সুপারমার্কেটে এক মহিলা তুলকালাম করেছেন। একে একে ৫০০ মদের বোতল আছড়ে ফেলে ভেঙেছে তিনি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কম করেও ৯৬ লাখ টাকা! কেন তিনি এই কাণ্ড ঘটিয়েছেন তার কোনও ব্যাখ্যা নেই।
স্থানীয় পুলিশ যে ভিডিও আপলোড করেছে, তাতে দেখা যাচ্ছে, মহিলা দাঁড়িয়ে পিছনে মেঝের ওপর ভাঙা বোতলের টুকরো আর মদের বন্যা। এত ভাঙাভাঙি করতে গিয়ে তাঁর হাত কেটে রক্ত বার হতেও দেখা যাচ্ছে একটি ভিডিওতে।
মহিলার পরিচয় জানা যায়নি, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কাটা হাতের চিকিৎসাও করা হয়েছে।