নয়াদিল্লি: রুশ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল এবার ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বিমানঘাঁটি লক্ষ করে ৫টি জায়গায় হামলা চালিয়েছে ইউক্রেন। যার জেরে একাধিক বিমানে আগুন ধরে গিয়েছে। ৪০ টিরও বেশি রুশ সামরিক বিমান ধ্বংস !
আরও পড়ুন, নামা হল না দিল্লি, ধুলোর ঝড়ে মাঝআকাশে বিপদের মুখে ইন্ডিগোর বিমান ! দেখুন ভিডিও
'প্রায় দেড় বছরের বেশি সময় ধরে গোপনে, এর প্রস্তুতি নিয়েছিল ইউক্রেন..'
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্তা জানিয়েছেন, প্রায় দেড় বছরের বেশি সময় ধরে গোপনে, এর প্রস্তুতি নিয়েছিল ইউক্রেন। এই অভিযানটি ইউক্রেনের রাষ্ট্রপতি এবং SBU প্রধান নজরে রাখছিলেন। ড্রোনগুলি মূলত পণ্যবাহী ট্রাকের উপর বসানো হয়েছিল। রিমোটের দ্বারা পরিচালিত হয়ে, নির্দিষ্ট সময়ে ট্রাকের উপরি অংশ খুলে যেত। তারপরই নিক্ষেপ করা হত ড্রোন। মূলত FPV ড্রোনের মাধ্যে এই ভয়াবহ হামলাগুলি চালানো হয়েছে।
রাশিয়ার স্রেডনি এলাকায় , অত্যন্ত গুরুত্বপূর্ণ রুশ সামরিক ঘাটি লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের স্রেডনি এলাকায় রুশ সামরিক ঘাটি লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই বিমানঘাঁটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি বলে পরিচিত। হামলায় রাশিয়ার বোমারু বিমান TU 95 এবং TU 22M ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশা ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস হয়েছে A-50 বিমানও।ইউক্রেনের সংবাদ মাধ্যম সূত্র দাবি করেছে, এই বড়সড় মাপে আক্রমণ শানিয়েছে Ukraine's Secuirity Service. ৪০ টিরও বেশি রুশ সামরিক বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ ইউক্রেনের।
চুপ করে বসে নেই রাশিয়াও, ইউক্রেনের একাধিক সেনা নিহত
তবে চুপ করে বসে নেই রাশিয়াও। এর আগে রুশ ক্ষেপনাস্ত্রের হামলা চলেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর উপর। যেখানে ইউক্রেনের ১২ জন সেনা জওয়ান নিহত হন। এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে বলে দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইতিমধ্য়েই তাঁরা উত্তর ইউক্রেনের সুমি অঞ্চলের Oleksiivka গ্রামের রাশ হাতে নিয়েছে। এহেনও পরিস্থিতিতে সুমি অঞ্চলের আরও ১১ টি জায়গা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছে ইউক্রেন। ইউক্রেনের এক শীর্ষ সেনা কর্তা জানিয়েছেন, রাশিয়া মূলত সুমির সীমান্তবর্তী এলাকাগুলিকে টার্গেট করেছে।