নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে ততই পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে ইউক্রেনে। সবথেকে খারাপ অবস্থা মারিউপোলে। প্রতি ১০ মিনিট অন্তর ক্ষেপণাস্ত্র বা গোলা আছড়ে পড়ছে সেখানে।  বিদ্যুত্‍, জল, খাবার, ওষুধ, কিছুই নেই ওই শহরে। তা সত্ত্বেও রাশিয়ার আত্মসমর্পণের হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন মারিউপোলের বাসিন্দারা। এখনও প্রায় ৩ লক্ষ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছেন ওই শহরে। রাশিয়ার হামলার পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।


এদিকে রাশিয়া জানিয়েছে যে মারিউপোলে যেন ইউক্রেন বাহিনী তাঁদের অস্ত্র রেখে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করে। যদিও রাশিয়ার এই দাবি উড়িয়েছে ইউক্রেন। সেখানকার দক্ষিণের শহর মারিউপোলে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ান হামলা চলছে। বেড়েছে বরং কমেনি। এই প্রেক্ষাপটে আত্মসমর্পণ নয়, বরং হিউম্যান করিডর খোলার প্রস্তাব নেওয়া হয়েছে।                                                  


আরও পড়ুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান অত্যন্ত 'নড়বড়ে', মন্তব্য বাইডেনের


অন্যদিকে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের। এই অবস্থায় ইউক্রেনে জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে রাশিয়া। এই দাবিই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।                    


সেনা অভিযানের ২৭ দিন পরও ইউক্রেনের কোনও বড় শহর দখল করতে পারেনি রাশিয়া। উল্টে ইউক্রেনের মরিয়া প্রতিরোধে তাদের সামরিক ক্ষয়ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, ইউক্রেনের ওপর মিথ্যে দোষারোপ করে রাশিয়া জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে। তাঁর আশঙ্কা, আমেরিকাতেও বড় ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইট করে এ বিষয়ে আমেরিকার বেসরকারি সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছেন।  এরইমধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 


পাশাপাশি রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনায় ভারতের ভূমিকা নড়বড়ে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।