নয়া দিল্লি: সাময়িক যুদ্ধবিরতির ডাক দিলেও এখনও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব বর্তমান। এর মধ্যেই বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন। শনিবার ভারতে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলপভ বলেছেন যে বর্তমান পরিস্থিতির কথা বিচার করেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক প্রভাবিত হতে পারে।
সংবাদসংস্থা এএনআই রাষ্ট্রদূতের মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, "যুদ্ধের জের পড়তে পারে একাধিক দেশের সঙ্গে সম্পর্কে। এটা কতটা প্রতিফলিত হবে, এখনই বলা যাচ্ছে না। লেনদেনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। একাধিক নিষেধাজ্ঞার সঙ্গে আর্থিক অসাম্যতার সম্ভাবনা থাকতে পারে।" রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, "রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যে ভারতের উচিত পরিস্থিতির সুবিধা নেওয়া। যখন পশ্চিমা অংশীদাররা সহযোগিতা করতে অস্বীকার করবে সেই সময় রাশিয়ার সঙ্গে ব্যবসার সুযোগ বাড়িয়ে দেবে একটি পদক্ষেপ।"
ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে, আলপভ বলেছিলেন যে শত শত রাশিয়ান তাঁদের সাহায্য করতে অপেক্ষা করছিলেন। সংবাদ সংস্থা এএনআই রাষ্ট্রদূতের মন্তব্য উদ্ধৃত করে জানায়, "রাশিয়ানরা ভারতীয়দের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ভারতীয় দূতাবাস থেকে একদল কূটনীতিককে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ান পক্ষের এই এলাকায় প্রবেশাধিকার নেই। তাই সব কাজ করা যাচ্ছে না।"