কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দু’বছর পর সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)। বেনজির ভাবে ৫০ হাজার বেড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট (Internet)। পরীক্ষার্থীদের কোভিড বিধি (Corona Regulations) মেনে পরীক্ষা দিতে হবে মাস্ক (Mask) পরে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব (Physical Distance)।  পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকছে আইসোলেশন রুম (Isolation Room)। 


করোনার জেরে ২০২১ এ মাধ্যমিক পরীক্ষা হয়নি।  কার্যত দু’বছর পর অফলাইনে মাধ্যমিক শুরু হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫-এ। পরীক্ষা চলবে দুপুর ৩টে পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও মাধ্যমিক পরীক্ষা তাত্‍পর্যপূর্ণ। এবছর মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।  প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।  এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯।   সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাস করায়  এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে।   


করোনা বিধি মেনে হবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব। পরীক্ষার্থীকে মাস্ক পরে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকছে আইসোলেশন রুম। প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসা আটকাতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 


রেকর্ড পরীক্ষার্থীর পরেও অ্যাডমিটকার্ড না পেয়ে অসন্তোষ ছড়িয়েছে পড়ুয়াদের একাংশের মধ্যে।  এমনকী মধ্যশিক্ষা পর্ষদের দফতরের  সামনে বিক্ষোভ দেখিয়েছেন কেউ কেউ। পর্ষদ অবশ্য জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁরা ফর্ম পূরণ করেছে, তারা সবাই অ্যাডমিটকার্ড পেয়েছে।  


করোনা আবহে রেকর্ড পরীক্ষার্থীর জেরে এবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বেড়েছে প্রায় দ্বিগুণ।  মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।  ব্রাত্য বসু পরীক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, দু’বছর পর মাধ্যমিক অফলাইনে হচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীকে বলব, করোনার পর আমরা ফিরছি।  যত্ন করে পরীক্ষা দাও। দু’বছর পড়াশোনা ব্যাহত হয়েছে। তাই সুন্দর করে পরীক্ষা দাও।


একঝলকে মাধ্যমিকের নিয়ম-



  • পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫-এ।

  • পরীক্ষা চলবে দুপুর ৩টে পর্যন্ত।

  • প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।  

  • পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব।

  • পরীক্ষার্থীকে মাস্ক পরে পরীক্ষায় বসতে হবে।

  • পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকছে আইসোলেশন রুম। 

  • পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 


আরও পড়ুন-কিছু সহজ নিয়ম-কানুন মানলেই উঠবে বেশি নম্বর, মাধ্যমিকে জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন


Education Loan Information:

Calculate Education Loan EMI