নয়া দিল্লি: ইউক্রেনিয়ান শরণার্থীদের জন্য আমেরিকা নির্দিষ্ট বরাদ্দ বৃদ্ধিতে ইচ্ছুক কিনা জানতে চাওয়ার প্রশ্নে যেভাবে হেসে ফেলেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস সেউ ঘটনা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন কমলা। ওয়ারশতে পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রজেজ ডুডার সঙ্গে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। সেই সময় এক সাংবাদিকদের প্রশ্নে হেসে ফেলেন তিনি।


ন্যাটোর পূর্ব মিত্রদের প্রতি মার্কিন সমর্থন দেখাতে ওয়ারশ ছিলেন কমলা হ্যারিস। একজন সাংবাদিক হ্যারিসকে সেই সময় জিজ্ঞাসা করেন যে, "মার্কিন যুক্তরাষ্ট্র কি ইউক্রেনীয় শরণার্থীদের জন্য একটি নির্দিষ্ট বরাদ্দ করতে ইচ্ছুক?" পাশাপাশি পোল্যান্ডের রাষ্ট্রপতি ডুডাকেও জিজ্ঞেস করা হয় যে তিনি কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত শরণার্থীদের পাশে থাকা উচিত। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে হাসতে দেখা যায় দুই নেতাকে।  এরপর হাসতে হাসতেই কমলা হ্যারিস বলেন ইংরেজির একটি বিখ্যাত প্রবাদপ- 'অ্যা ফ্রেন্ড ইজ নিড আ ফ্রেন্ড ইনডিড'। 




অন্যদিকে, ডুডা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে পোল্যান্ড সত্যিই হ্যারিসকে ইউক্রেনীয় শরণার্থীদের জন্য কনস্যুলার প্রক্রিয়া দ্রুততর করতে সাহায্য করতে বলেছে। এদিকে হ্যারিস জানিয়েছেন যে দুই নেতা  শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করেছেন তবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সংখ্যক শরণার্থী নেবে কিনা সে বিষয়ে উত্তর দেননি। 






তবে এমন একটি সংবেদনশীল প্রশ্নে এমন হাসির প্রতিক্রিয়া জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিল। কেউ কেউ এটাকে লজ্জাজনক বলেও অভিহিত করেছেন। এই টুইট ব্যবহারী বলেন, "কী হচ্ছে? এটি একটি কমেডি শো নাকি তিনি এমন প্রশ্ন উপভোগ করছেন?" অন্য একজন ইউজার লিখেছেন, "এমন একটি গুরুতর সমস্যা, যুদ্ধ, শরণার্থী জীবন, ইউক্রেনে মানুষ হত্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে হাসি খুবই অনুচিত।" 


রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ক্রমাগত আক্রমণে ইউক্রেন থেকে প্রায় ২.৫ মিলিয়নের বেশি মানুষ সে দেশ থেকে পালিয়ে গেছেন।