গান্ধীনগর: চার রাজ্যে গেরুয়া ঝড়।  বিধানসভা নির্বাচনে দেশের চারটি রাজ্যে নিরঙ্কুশ জয় পেয়েছে গেরুয়া শিবির। নিজের রাজ্য গুজরাত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী মোদি শনিবার সকালে গান্ধীনগরে রোড শো করেন। এদিন তিনি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় দাঁড়িয়ে সমাগত বহু মানুষকে শুভেচ্ছা জানান । রোড শোর পর, প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় ভবনের উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।


শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  গুজরাত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রাজ্য ইউনিটের একটি সভায় বক্তব্য রাখেন।  তাঁদের জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরে তিনি টুইট করেছেন, “গুজরাতে রাজ্য বিজেপি সদর দফতরে সহকর্মী দলের নেতা ও কর্মীদের সঙ্গে দেখা করেছি। আমাদের দলীয় সংগঠন কীভাবে আরও কার্যকরভাবে জনগণের সেবা করতে পারে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। '' 


বিজেপির মুখপাত্র ইয়ামাল ব্যাস জানিয়েছেন যে দলের রাজ্য সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে ৪৩০ জনেরও বেশি নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। ব্যাস প্রধানমন্ত্রীর ভাষণের বিবরণ প্রকাশ না করে বলেন, “দলের মহিলা কর্মীরা প্রধানমন্ত্রীকে মালা দিয়ে স্বাগত জানান। তিনি উপস্থিত জনতাকে পথ দেখান।''


পিটিআই সূত্রে খবর,  প্রধানমন্ত্রী মোদি রাজ্যের বিজেপি নেতা ও কর্মীদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে বলেছেন। সূত্রের খবর অনুযায়ী, মোদি দলীয় কর্মীদের গত দশ বছরে সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে বলেছেন। সূত্রের দাবি, মোদি রাজ্য নেতাদের  তৃণমূল স্তরে নেমে কাজ করার কথা বলেছেন, জনসংযোগ বাড়াতে বলেছেন।