নয়াদিল্লি: ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এনএসইউআই অভিযোগ করেছে, তামিলনাড়ুর এক ছাত্রী ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিটের অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ডিরেক্টর জেনারেলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে তারা।
দিল্লির পার্লামেন্ট পুলিশ স্টেশনে অভিযোগটি করেছেন এনএসইউআই-এর সাধারণ সম্পাদক নাগেশ কারিয়াপ্পা। তিনি বলেছেন, তামিলনাড়ুর পুডুকোট্টাই জেলার ১৭ বছরের ওই ছাত্রীর ডাক্তারির এন্ট্রান্স পরীক্ষা নিটে বসার কথা ছিল। কিন্তু অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় হতাশায় ভেঙে পড়ে তিনি জীবন শেষ করে দিয়েছেন। তাই তাঁদের দাবি, করোনা পরবর্তী পরিস্থিতির জেরে নিট ও জেইই অবিলম্বে স্থগিত করা হোক। অতিমারীর মধ্যে কেন্দ্র এই পরীক্ষাগুলি গ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় পরীক্ষার্থীরা অত্যন্ত চাপে রয়েছেন, পাশাপাশি বিহার ও অসমের মত বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় তাঁরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারছেন না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের পদত্যাগও তাঁরা দাবি করেছেন।
অ্যাডমিট কার্ড পাননি, আত্মহত্যা করলেন তামিলনাড়ুর এই নিট পরীক্ষার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Sep 2020 01:51 PM (IST)
পার্লামেন্ট পুলিশ স্টেশনে অভিযোগটি করেছেন এনএসইউআই-এর সাধারণ সম্পাদক নাগেশ কারিয়াপ্পা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -