পঞ্জাব: ৮ লক্ষ টাকা ঋণ শোধ না করতে পেরে আত্মহত্যা একই পরিবারের ৫ সদস্যের। প্রথমে প্রপিতামহ যোগীন্দর সিংহ, তারপর দাদু নাহার সিংহ, তারপর বাবা কুলবন্ত সিংহ ও কাকা জগতার সিংহর পর সোমবার আত্মহত্যা করল ২২ বছরের ছেলে লভপ্রীত সিংহর। পরিবারের অভিযোগ, সরকারের কাছে ঋণ মকুবের আর্তি জানিয়েও কাজ হয়নি। ঋণ মেটাতে ১৪ একর জমি বিক্রি করতে করতে এখন এক একরে এসে দাঁড়িয়েছে। তবুও পঞ্জাবের ভোতনার এই কৃষক পরিবারের ৮ লক্ষ টাকার দেনা শোধ হয়নি। আর সে কারণেই পূর্বসুরিদের মতো ২২ বছরের লভপ্রীতও মৃত্যুর পথ বেছে নিয়েছে।
ছেলের আত্মহত্যার পর লভপ্রীতের মা হরপাল কউর সরকারের কাছে মেয়ে মনপ্রীতের জন্য সরকারি চাকরির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঋণ মকুবের আবেদনও করেছেন তিনি।
ডেপুটি কমিশনার টি পি এস ফুলকা জানিয়েছেন, গত বছরই সরকার কুলবন্ত সিংহর ৫৭ হাজার ৩৩০ টাকার দেনা মকুব করে দিয়েছে। লভপ্রীতের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং তার তদন্ত শুরু করেছে পুলিশ।