দুবাই: মাত্র পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে কলকাতা থেকে দুবাইতে এসেছিলেন ঋষভ মুখোপাধ্যায়। ১৮ বছরের এই অফ স্পিনার এখন সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে খেলতে পারেন। যদিও তাঁর স্বপ্ন ভারতীয় দলের হয়ে খেলা। আগামী বছর অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে খেলতে পারেন। যোগ্যতা নির্নায়ক পর্বে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে তিনি সংযুক্ত আরব আমিরশাহীকে বেশ সাহায্য করেছেন তিনি। যোগ্যতা নির্নায়ক পর্বে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছেন ঋষভ। ঋষভ বলেছেন, আমার স্বপ্ন ভারতের হয়ে খেলা। আমি কলকাতায় ফিরতে চাই এবং অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ বাংলা দলে জায়গা পেতে চাই। আমি দ্বিতীয়বার সবকিছু শুরু করতে প্রস্তুত। আমি বেশ কয়েকজন কোচের সঙ্গে কথা বলেছি এবং তাঁরা আমাকে এ ব্যাপারে উত্সাহিত করেছেন। ২০০৬ থেকে পরিবারের সঙ্গে ঋষভ দুবাইতে রয়েছেন। সেখানে ইন্টার অকাদেমি লিগে বল হাতে দারুণ পারফর্ম করে তিনি নির্বাচকদের প্রভাবিত করেন। ঋষভ বলেছেন, আমি ক্লাব ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কেননা, আমি কলকাতা যাওয়ার পরিকল্পনা করছিলাম। গত দু বছর ধরে কঠোর পরিশ্রম করছি। ইন্টার অকাদেমি লিগে ভালো পারফর্ম করার জন্য আমাকে সংযুক্ত আরব আমিরশাহীর অনূর্দ্ধ ১৯ শিবিরে ডাকা হয়। অফস্পিনার ঋষভ প্রথমে ফুটবলার হতে চেয়েছিলেন। কিন্তু অ্যাজমাতে আক্রান্ত হওয়ায় ওই স্বপ্ন পূরণের অনুমতি পাননি তিনি। ঋষভ বলেছেন, আমি ফুটবল খেলতি পারিনি। এজন্য বাবা আমাকে ক্রিকেটে খেলায় চেষ্টা করে দেখতে বলেছিল। আমি ও আমার ভাইয়ের ভালো ক্রিকেটার হয়ে ওঠা বাবার স্বপ্ন। আর এই কারণই ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমাকে উত্সাহ যুগিয়েছে।