নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে বিপন্ন অর্থনীতি। লকডাউনে কাজ গিয়েছে বহু কর্মীর। শুধু অসংগঠিত ক্ষেত্রে নয়, কর্পোরেটেও চাকরি গিয়েছে বহুজনের। মাসিক ২৫ হাজার টাকার কম বেতন পান, এমন কাজ-হারানো মানুষদের নগদ অর্থ সাহায্য করুক সরকার। মনে করছেন সিআইআই প্রেসিডেন্ট উদয় কোটাক। তাঁর মতে, যাঁরা এমনিতেই ২৫ হাজারের কম বেতন পান, কাজ হারিয়ে তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাঁদের সাহায্যার্থে, কেন্দ্রের উচিত বেতনের ৫০ থেকে ৭৫ শতাংশ সেই ব্যক্তিদের হাতে তুলে দেওয়া। এতে বহু মানুষ অর্থনৈতিক ধাক্কা সাময়িকভাবে কাটিয়ে উঠতে পারবে।
তাছাড়াও, ভূমি ও শ্রম ক্ষেত্রে সংষ্কার সাধন করে অর্থনীতির উন্নয়নে নজর দেওয়া প্রয়োজন, মনে করছেন কোটাক।
কোভিড পরিস্থিতিতে চিন-আমেরিকা টানাপোড়েনের জেরে বহু শিল্পসংস্থা চিন ছেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা যদি এ দেশে বিনিয়োগ করে, তাহলে অর্থনীতির পালে হাওয়া লাগতে পারে বলে মনে করছেন তিনি। সেই দিকে সরকার নজর দিক, পরামর্শ সিআইআই প্রেসিডেন্টের।
'আত্মনির্ভর ভারত' প্রকল্পের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সম্প্রতি কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। বিনিয়োগে উৎসাহ যোগাতে এটি নিঃসন্দেহে ভাল পদক্ষেপ।