নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় বাজেট (Union Budget)। তার আগে সোমবার সর্বদলীয় বৈঠক করতে চলেছে কেন্দ্র। ৩১ জানুয়ারি, মঙ্গলবার থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। এএনআই সূত্রে খবর, সংসদীয় ভবনে (Parliament House Complex) এই সর্বদলীয় বৈঠক (All Party Meeting) হতে চলেছে।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর ডাকে প্রথা অনুয়ায়ী এই মিটিং হচ্ছে। দুপুর থেকে শুরু হচ্ছে সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে মিটিং শুরু হচ্ছে।
বাজেট অধিবেশনের সময় যাতে সুষ্ঠুভাবে সব সম্পন্ন হয় সেকারণেই সব দলের থেকে সহযোগিতা চাওয়া হবে বলে সূত্রের খবর। যদিও বাজেট নিয়ে একাধিক বক্তব্য রাখতে পারে বিরোধী দলগুলি, খবর সূত্রের। পিটিআই সূত্রের খবর, এদিন বিকেলে NDA-এর শরিক দলগুলির সাংসদরা কৌশলী বৈঠক করতে পারে।
সামনের বছরেই লোকসভা নির্বাচন। তার আগে এটাই বর্তমান নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। দুই ভাগে বাজেট অধিবেশন হবে।
৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেন্ট্রাল হলে সংসদের দুই কক্ষের একটি যুগ্ম অধিবেশনে বক্তব্য রাখবেন। তারপর ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তারপরে রাজ্যসভায় পেশ করা হবে সেই বাজেট।
বাজেট অধিবেশনের প্রথম ২ দিনে সংসদে Zero Hour এবং Question Hour- থাকবে না।
ANI-সূত্রে খবর, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সংসদের সব সদস্যকে জানিয়ে দেওয়া হয়েছে।
২ ফেব্রুয়ারি থেকে সংসদের দুই কক্ষেই আলোচনা শুরু হবে। তারপরে লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখবেন। বাজেট অধিবেশনে এই প্রথম দফা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা:
বেশ কিছুদিন বিরতির পরে ১৩ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরু হবে। যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। এই দফায় বিভিন্ন মন্ত্রকের Demand for Grants-নিয়ে আলোচনা হবে।
এই বাজেট নিয়ে প্রচুর আশা তৈরি হয়েছে মধ্যবিত্তের মধ্যে। ক্রমশ মূল্যবৃদ্ধি হচ্ছে, ফলে খরচ সামলাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কাজের বাজারও ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। এই পরিস্থিতি বাজেটে সুরাহার দিকে তাকিয়ে বিশাল অংশের জনগণ। মনে করা হচ্ছে, সুরাহা দিতে .আয়কর ছাড়ের স্ল্যাব বাড়াতে পারেন অর্থমন্ত্রী। বেশ কয়েকবছর ধরেই এই স্ল্যাবে কোনও বদল হয়নি।
আরও পড়ুন: গান গাইতে গিয়ে মঞ্চেই 'আক্রান্ত' কৈলাস খের, গায়কের দিকে 'ছোড়া হল বোতল'