বেঙ্গালুরু :  হাম্পি উৎসবে (Hampi Utsav ) গান গাইতে গিয়ে আক্রান্ত সঙ্গীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)। কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পি। মধ্য কর্ণাটকের এই স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্ত। হাম্পি উৎসব ঘিরে কর্ণাটকের এই ঐতিহ্যবাহী এলাকা জমজমাট হয়ে ওঠে। এবারও তেমনটাই হয়েছে। সেখানেই এই ঘটনা । 


রবিবার হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠান চলাকালীন গায়ক কৈলাস খেরকে আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। কারণ নাকি কন্নড় গান না গাওয়া ! আর তার জন্যই খেপে ওঠে উপস্থিত জনতা।  গায়কের উপর বোতল ছুড়ে মারে দর্শকরা।


এএনআই একটি টুইটে জানিয়েছে, "গতকাল বিজয়নগরের হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাওয়ার সময় গায়ক কৈলাস  খেরকে লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারা হয়। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।"


পুলিশ জানিয়েছে, "কন্নড় গান না গাওয়ায় খেরের উপর ক্ষুব্ধ হন দর্শকরা।" এবার হাম্পি উৎসব শুরু হয়েছিল ২৭ জানুয়ারি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka Chief Minister Basavaraj Bommai)। কৈলাস খের ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গায়ক অর্জুন জন্যা, বিজয়া প্রকাশ, রঘু দীক্ষিত, অনন্যা ভট্ট এবং আরমান মালিক ( Arjun Jannya, Vijaya Prakash, Raghu Dikshit, Ananya Bhatt and Arman Malik)।


হাম্পি উৎসব চারটি স্টেজে অনুষ্ঠিত হয়েছিল।  গায়ত্রী পীঠ, এদুরু বাসভন্ন বেদিক, হাম্পি বিরূপাক্ষেশ্বর বেদিক এবং সাসুভেকালু বেদিক ( Gayatri Peetha, Eduru Basavanna vedike, Hampi Virupaksheshwar vedike, Sasuvekalu vedike)।

আরও পড়ুন :


পঞ্চায়েত ভোটের আগে কি নয়া কৌশল? ৭ দিনের মধ্যেই ফের রাজ্যে মোহন ভাগবত


তিন দিনব্যাপী হাম্পি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ছিল রবিবার । এদিন সবার মন জিতে নেয় 'জনপদ বাহিনী' নামে লোক শিল্পীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা । এটিই এদিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।  জানা গিয়েছে,  সমাপনী অনুষ্ঠানে বেশ কিছু বিদেশী পর্যটক অংশ নেন।


দেশ ও রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে  ৪০  টিরও বেশি লোক শিল্পীর দল সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়। দেশের বিভিন্ন স্থান থেকে ৩০০ জনেরও বেশি শিল্পী তাদের পারফর্ম্যান্সে  দর্শকদের আকৃষ্ট করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্ণাটকের মন্ত্রী শশিকলা জোলে (  Shashikala Jolle )। কর্ণাটকের বিজয়নগর জেলায় হাম্পি উৎসবের তিন দিন জুড়ে আয়োজকরা বেশ কয়েকটি অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। 


কর্ণাটকের মানুষের বিশ্বাস,  বিজয়নগর সাম্রাজ্যের সময় থেকেই  হাম্পি উৎসব উদযাপিত হয় এবং তাই এটি ভারতের প্রাচীনতম উদযাপন।  হাম্পি উৎসবকে বিজয় উৎসবও বলা হয় যা অধুনা এক সপ্তাহ ধরে পালিত হয় ।