নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ। সেই নিয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ বিরোধীদের। বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের শরিকরা সেখানে জড়ো হয়েছেন। বিরোধীশাসিত রাজ্যগুলির সঙ্গে বাজেটে বৈষম্য হয়েছে বলে অভিযোগ তাঁদের। লোকসভা নির্বাচনে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সাহায্য়ে যেহেতু তৃতীয় বার প্রধানমন্ত্রী হতে পেরেছেন নরেন্দ্র মোদি, তাই বাজেটে নীতীশ এবং চন্দ্রবাবুকে ভরিয়ে দেওয়া হয়েছে, আর বাকিদের ব্রাত্য রাখা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রের এই বাজেট যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে অভিযোগ তাঁদের। (Union Budget 2024)
মঙ্গলবার সংসদে বাজেট পেশ হওয়ার পর থেকেই সরব হয়েছেন বিরোধীরা। কেন্দ্রের বাজেটকে 'কুর্সি বাঁচাও' বাজেট আখ্য়া দিয়েছেন তাঁরা। লোকসভা নির্বাচনে পর্যাপ্ত আসন না পেয়ে যেহেতু নীতীশ এবং চন্দ্রবাবুর ভরসায় সরকার গড়তে হয়েছে, সেই সরকার টিকিয়ে রাখতে বাজেটে তাঁদেরই কেবল ভরিয়ে দেওয়া হয়েছে হলে অভিযোগ। বাজেটে বাংলার ভাঁড়ার শূন্য রাখা নিয়েও সরব হয়েছেন বিরোধীরা। সেই আবহেই সংসদের বাইরে বিক্ষভ দেখানোর সিদ্ধান্ত গৃহীত হয়। (Parliament Protests)
সেই মতো মঙ্গলবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাড়িতে বিরোধী জোটের বৈঠক বসে। এর পর বুধবার সকালে অধিবেশন শুরুর আগে সংসদের সামনে ভিড় করেন বিরোধী দলের প্রতিনিধিরা। সংসদের বাইরে বিক্ষোভে শামিল রয়েছেন সনিয়া গাঁধী, মল্লিকার্জুন খড়গে, রাহুল গাঁধী, অখিলেশ যাদব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। কেন্দ্রীয় সরকারের বাজেট যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে অভিযোগ করছেন তাঁরা।
আরও পড়ুন: Mamata Banerjee: দুর্গাপুজোর জন্য বিরাট ঘোষণা, ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান, পরের বছর কত?
বাজেটে এই বৈষম্যের অভিযোগে আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বৈঠকে যোগ দেবে না DMK-ও। তবে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাওয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারেন তিনি। তহে আজ সংসদের বাইরে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন সকলে।
সংসদের বাইরে এদিন খড়গে বলেন, "বাজেটে অবিচার হয়েছে। আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করছি।" অখিলেশ বলেন, "উত্তরপ্রদেশকে অনেক স্বপ্ন দেখিয়েছিল। ডাবল ইঞ্জিন সরকার মানে ডাবল লাভ হওয়া উচিত ছিল! কিন্তু দিল্লি এখন লখনউয়ের দিকে তাকাচ্ছে না। লখনউবাসীর উপর চটে রয়েছেন দিল্লির লোক, তারই প্রভাব দেখা গিয়েছে বাজেটে।"
এর আগে খড়গের বাড়িতে বৈঠকেও যোগ দেন সকলে। বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পওয়ার, সঞ্জয় রাউত. ডেরেক ও'ব্রায়েন, টিআর বালু, রাঘব চাড্ডা, সঞ্জয় সিংব, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল, গৌরব গগৈরা। আজ একসঙ্গে বিক্ষোভে শামিল হন সকলে।