কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট (Budget Session) অধিবেশন। লোকসভা ও রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। আগামীকাল অর্থাৎ ২৩ জুলাই, মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


রেকর্ডের পথে নির্মলা
এবারের বাজেট পেশ করার সঙ্গে সঙ্গেই নয়া রেকর্ড তৈরি করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ করবেন নির্মলা।


এবারের অধিবেশনে কী কী বিল পাশ হতে পারে?
এবারের বাজেট অধিবেশনে (Monsoon Season) পাস হওয়ার কথা ৬টি বিল। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বাজেট (Jammu Kashmir Budget) নিয়েও আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যেই NEET কাণ্ড ঘটেছে। তারই সঙ্গে পরপর রেল দুর্ঘটনা ঘটেছে, রয়েছে মূল্যবৃদ্ধির মতো প্রসঙ্গও। সেই ইস্যুগুলি নিয়ে অস্ত্রে শান দিচ্ছে বিরোধীরা।


আজ বৈঠকে বিরোধী জোট:
মোদি সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী জোট INDIA। রণনীতি ঠিক করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে কংগ্রেস (Congress)। সনিয়া গাঁধীর (Sonia Gandhi) বাসভবনে বসবে কংগ্রেসের সংসদীয় দল। বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি খাড়গে এবং বিরোধী দলনেতা রাহুল গাঁধী।


মোদির বার্তা:
এদিন অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শ্রাবণের প্রথম সোমবারের কথা উল্লেখ দেশবাসীকে শুভকামনা জানান তিনি। তার সঙ্গেই তাঁর দাবি এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি বলেন, 'আমি দেশবাসীকে যে গ্যারান্টি দিয়েছি, তার পূরণ করার পথে এগিয়ে চলেছি। অমৃতকালে আজকের বাজেট আগামী ৫ বছরের দিশা ঠিক করবে। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হিসেবে উঠে আসবে ভারত। গত ৩ বছরে লাগাতার ৮ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে।'  বিরোধীদের প্রতি তাঁর বার্তা, 'নির্বাচিত সব সাংসদ ও রাজনৈতিক দলগুলির কর্তব্য হল আগামী ৫ বছর দেশের জন্য লড়াই করা। আসুন আমরা আগামী ৪ থেকে সাড়ে ৪ বছর রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করি। ভোটের সময় যা করার করবেন, কিন্তু তার আগে পর্যন্ত ২০৪৭-এর স্বপ্ন পূরণের জন্য লড়াই করুন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শ্রাবণ সোমবারে এই কাজটি করলেই মিলবে ভোলেনাথের অফুরন্ত আশীর্বাদ, আসবে ঢালাও অর্থ