নয়াদিল্লি: গতকালই তাঁর দলে যোগ দিয়েছিলেন সাম্প্রতিককালে খবরের শিরোনামে উঠে আসা অভিনেত্রী পায়েল ঘোষ। সেই উপলক্ষে দলের একাধিক নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেছিলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে।


আজ আঠওয়ালের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। পায়েলকে দলের মহিলা সেলের সহ-সভাপতি পদে নিয়োগ করেন আঠওয়ালে। গতকাল পায়েলের সঙ্গে দীর্ঘ আলোচনাও সারেন রামদাস। দলের শীর্ষ পদাধিকারীরাও ছিলেন সেখানে। পায়েল ছাড়াও গতকাল দলে যোগ দেন আরও অনেকে। সকলের সঙ্গেই দেখা করেছিলেন আঠওয়ালে।





সংবাদমাধ্যমের কাছে ওই অনুষ্ঠানের যা ছবি রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশের মুখে মাস্ক ছিল। কিন্তু, সব মাস্ক ছিল থুতনিতে। অর্থাৎ, নাক-মুখ সব উন্মুক্ত ছিল। পাশাপাশি, সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়মও মানা হয়নি।

এর আগে, এই আঠওয়ালেই "গো করোনা গো...." স্লোগানের জন্ম দিয়েছিলেন। একইসঙ্গে নোভেল করোনাভাইরাসকে তার বিস্তার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, আঠওয়ালের ওই স্লোগান সত্ত্বেও করোনার প্রকোপ যে কমেনি.. তা পরিসংখ্যানই বলে দিচ্ছে।


সূত্রের খবর, গতকাল ওই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরেই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করেন আঠওয়ালে। সঙ্গে কাশিও ছিল। যে কারণে, তিনি করোনা পরীক্ষা করান। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে, সতর্কতামূলক পন্থা হিসেবে বম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।