নয়াদিল্লি : প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের (Pradhan Mantri Jan Vikas Karyakram) পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ উন্নয়ন পরিকল্পনায় (Buddhist Development Plan) প্রায় ২২৫ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু এবং নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। ভার্চুয়াল মাধ্যমে ৩৮টি প্রকল্পের জন্য় উদ্যোগের সূচনা করেন তিনি। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচলপ্রদেশ, সিকিম ও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এই কাজগুলি হবে।


এর পাশাপাশি কেন্দ্রীয়মন্ত্রী শিক্ষায় যৌথ উদ্যোগ, গবেষণার প্রচার,  ভাষা সংরক্ষণ, প্রতিলিপি অনুবাদ এবং বৌদ্ধ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির কাজে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘Centre for Advanced Studies in Buddhist Studies’-কে ৩০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। 


'বিকশিত ভারত' গঠনের লক্ষ্যে কেন্দ্রীয়মন্ত্রী চান, Central Institute of Buddhist Studies (CIBS)-এর মতো দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘Centre for Advanced Studies in Buddhist Studies’ ও অন্যান্য নামী প্রতিষ্ঠানগুলির আধুনিক শিক্ষা দেওয়ার পাশাপাশি বৌদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞান সংরক্ষণে সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা করুক।


দেশের সংখ্যালঘুদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। সেই কাজকে আজকের এই ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবারের প্রকল্পে মূলত বৌদ্ধদের উন্নয়নে নজর দেওয়া হয়েছে। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচলপ্রদেশ, সিকিম ও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সীমান্ত এলাকায় এসব কাজ করা হবে। প্রথাগত ধর্মতাত্ত্বিক শিক্ষাকে ধর্মনিরপেক্ষ করে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষার অতিরিক্ত ব্যবস্থা এবং এই অঞ্চলের তরুণ বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য পেশাগত/বৃত্তিমূলক এবং দক্ষতা উন্নয়নের কোর্সে নজর দেওয়া হচ্ছে। যে জন্য কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দফতর বৌদ্ধ উন্নয়ন পরিকল্পনা (Buddhist Development Plan) নিয়ে এগিয়ে এসেছে।


এই প্রকল্প মন্ত্রকের বিভিন্ন চলতে থাকা স্কিম যেমন- PMJVK, PM-Vikas এবং স্কলারশিপের পাশাপাশি NMDFC এবং অন্যান্য মন্ত্রণালয়ে পরিচালিত কর্মসূচি এবং প্রকল্পগুলিকে একত্রিত করে বাস্তবায়িত করা হবে। এই কর্মসূচিতে উল্লেখিত পাঁচটি রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের নাগালের মধ্যে রয়েছে তা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারের বিধান রয়েছে।


প্রসঙ্গত, বিজেপি প্রথম দফায় ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে অমেঠি থেকে এবারও টিকিট পেয়েছেন স্মৃতি ইরানি।


আরও পড়ুন ; বারাণসী কেন্দ্রে মোদি, ৩৪ মন্ত্রী-সহ ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে