পুরী: তখন মধ্যরাত (midnight)। নিত্যদিনের সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়ে চক্ষু চড়কগাছ এক সেবায়েতের। তিনি দেখেন, প্রভু জগন্নাথের (Jagannath) রসুইঘরের প্রায় ৩৫টি মাটির উনুন ভেঙে তছনছ হয়ে গিয়েছে। 


গোটা ঘটনা জানান সেবায়েত


মাটির উনুন ভেঙে তছনছ দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিষয়টি বাকিদের জানান ওই সেবায়েত। রবিবার সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার ঘটনাস্থলে হাজির হয়েছিল এবিপি লাইভ বাংলা


শতাব্দী-প্রাচীন পুরীর মন্দিরের (Puri Temple) এই রসুইঘর। লোকমুখে প্রচলিত সেই অলৌকিক মাহাত্ম্যের কাহিনি সকলেরই জানা। এই রসুইঘরে সারি দিয়ে সাজানো ৪০০টিরও বেশি মাটির উনুন। প্রতিদিন  কাঠের আঁচে তৈরি হয় জগন্নাথদেবের মহাভোগ। এখানে সাধারণের প্রবেশ নিষেধ, এমনকী সব সেবায়েতেরও এখানে প্রবেশের অনুমতি নেই। আর সেখানে এমন ঘটনা যে ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে মন্দিরের সেবায়েতরাও। ঘটনার পর দু-দিন কেটে গেলেও তদন্তে কোনও দিশা মেলেনি।


এদিন অসমর্থিত সূত্রে এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে এক সন্দেহভাজনকে দেখা গিয়েছে। তবে কে সে, তা এখনও স্পষ্ট নয়। তবে সে মন্দিরের কেউ নয়, এ কথা জানিয়েছেন সেবায়তরা।


মন্দির পরিদর্শনে মুখ্য সচিব ও পুলিশ


সোমবার ওড়িশার মুখ্য সচিব সুরেশ মহাপাত্র এবং ওড়িশা পুলিশের ডিজি সুনীল বনসল মন্দির পরিদর্শনে এসেছিলেন। আজ মঙ্গলবার ফের মন্দির ঘুরে দেখেন এসপি কানওয়ার বিশাল সিংহ।


কর্তব্যে গাফিলতির অভিযোগে ৪ জেটিপিকে (জগন্নাথ টেম্পল পুলিশ) শোকজ নোটিস দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে তৈরি হয়েছে ৫ সদস্যের একটি টিমও। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। ২ এপ্রিল অর্থাৎ ঘটনার দিন মন্দিরের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদেরও বয়ান রেকর্ড করা হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, প্রয়োজনে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে তাঁদের। উত্তেজনা এড়াতে মন্দির চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন প্রচুর পুলিশ। 


আরও পড়ুন: Sonia Gandhi : 'কংগ্রেসের পুনরুত্থান দেশের গণতন্ত্রের পক্ষে জরুরি' দলের বৈঠকে বার্তা সনিয়ার


উল্লেখ্য, ঘটনায় সাময়িক কাজের ব্যাঘাত ঘটলেও ভোগ রান্নায় কোনও বিঘ্ন ঘটেনি বলেই মন্দির সূত্রে খবর। তড়িঘড়ি উনুনগুলি মেরামত করা হয়েছে। তবে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা এবং সেবায়তদের একাংশ। এই 'অনর্থে' নিরাপত্তা ব্যবস্থাকেই দুষছেন সকলে। পাশাপাশি দ্রুত দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন তাঁরা।